বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

শায়েস্তাগঞ্জ জি.এস ব্রাদার্স ফিলিং ষ্টেশনে নতুন সংযোজন এলপিজি গ্যাসের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩০৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় জি.এস ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের নতুন সংযোজন এলপিজি (লিকুইড পেট্টোলিয়াম গ্যাস) ফিলিং ষ্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। সিএনজি থেকে এলপিজি আরো অনেক ভালো এবং সাশ্রয়ী ও নিরাপদ। এলপিজি ব্যাবহারে গাড়ি চালাচলে মাইলস্পীডসহ নিরাপদ এবং আরামদায়ক বলে জানালেন কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কদমতলী-বড়চর নামকস্থানে এলপিজি’র উদ্বোধন করেন জি.এস ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশন ও এলপিজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গাজিউর রহমান গাজী। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- হবিগঞ্জে জেলা অ্যাডভোকেট সমিতির লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার নয়ন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, সাবেক সভাপতি আব্দুর রকিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, হাজী আজগর আলী মেম্বার, আব্দুল মালেক চৌধুরী, ইঞ্জিনিয়ার সালেহ আকবর, আব্দুর রউফ পাশা, হাজী দুলাল মিয়া মেম্বার প্রমূখ। পরে ফিতা কেটে ও গাড়িতে এলপিজি গ্যাস সরবরাহ করে ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন করা এবং বিশেষ মোনাজাত করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গাজিউর রহমান গাজী জানান, হবিগঞ্জে আমরাই প্রথম এলপিজি ফিলিং স্টেশন স্থাপন করা হয়েছে। যানবাহনের জন্য সিএনজি থেকে এলপিজি (লিকুইড পেট্টোলিয়াম গ্যাস) খুব ভালো একটি গ্যাস। এই গ্যাস গাড়িতে ব্যবসার করলে ইঞ্জিন ভালো রান করবে ও নিরাপদ ভ্রমণ হবে। দামেও সাশ্রয়ই এবং এলপিজি গ্যাস ৪৫ টাকা লিটার দামে পাওয়া যাবে। তিনি আরও জানান, এখন থেকে আমাদের ফিলিং স্টেশনে দুই ধরনেরই গ্যাস পাওয়া যাবে। তাই গ্রাহকদের আসার আমন্ত্রণ রইল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com