রবিবার, ২৫ মে ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

শহরে ধর্ষণ-নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকদের শাস্তির দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশে অব্যাহত ধর্ষণ ও নারীর উপর সহিংসতার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখা। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার নারী-পুরুষরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রতিদিন সারাদেশ তথা হবিগঞ্জ জেলায়ও ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। নোয়াখালির বর্বরতা সকলকে মর্মামত করেছে। এ অবস্থা উত্তরণ ঘটাতে চাইলে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। সমাজে নারীর প্রতি সম্মান বাড়াতে হবে। বক্তারা অবিলম্বে নোয়াখালি, সিলেটের ধর্ষণের ঘটনায় অপরাধীদের শাস্তি দাবি করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইয়াছিন খানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হবিগঞ্জের সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর, জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সুরবিতান ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল ফজল, জাতীয় সমাজতান্ত্রিক যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লিটন, শায়েস্তাগঞ্জ থিয়েটারের সিনিয়র মঞ্চকর্মী বাবুল মল্লিক। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সহ-সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অপু চৌধুরী, কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবীর, চলচ্চিত্র নির্মাতা স্বরূপানন্দ রায় চৌধুরী, মোক্তাদির ইবনে সালাম, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, উদীচী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক পিকে সূত্রধর, প্রতিভা সাংস্কৃতিক সংসদের সভাপতি সুবীর রায়, খোয়াই থিয়েটারের অর্থ সম্পাদক আব্দুল হামিদ, মঞ্চশিল্পী লিটন দাশ, সৈয়দ কাউছার, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি প্রণব কুমার দেব, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রভাকর দাশ, তারুণ্য সোসাইটির সভাপতি রাকিব, সাংস্কৃতিককর্মী ইমতিয়াজ শিপন, জুয়েল রায় জনি, স্বর্ণা বৈদ্য প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com