রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে শালিসে প্রতিপক্ষের সর্দারকে মারধর ॥ শালিস পন্ড শহরে স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে আপন ভাই-মামার বিরুদ্ধে মামলা দায়ের শহরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম হবিগঞ্জে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রফেশনাল শেফ কোর্সের সনদ বিতরণ হবিগঞ্জের মউশিক’র মানববন্ধন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা ॥ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি তেলিয়াপাড়ায় সাংবাদিকের উপর হামলা ॥ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দিবস পালন

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩৭৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সন্ত্রাস ও দুুর্নীতিমুক্ত বাংলাদেশ। ১৫ই আগস্ট ঘাতকরা জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদেরকে হত্যার মাধ্যমে কালো অধ্যায়ের সুচনা করে। ঘাতকরা ভেবেছিল জাতির পিতাকে হত্যার মাধ্যমে ইতিহাস থেকে তার নাম মুছে যাবে এবং স্বপ্নের সোনার বাংলার অগ্রযাত্রা বন্ধ হয়ে যাবে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নস্যাত করে দিয়ে একে একে ঘাতকদের গ্রেপ্তার করে ফাঁসির মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণ করছেন। সেদিন তারা ছোট্ট শিশু রাসেলকেও বাচতে দেয় নাই। তাই এখনো যাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করার আহবান জানান।
গতকাল শনিবার (১৫ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্যা বিপিএম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সাবেক সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিল ইসলাম, হবিগঞ্জ পৌর মেয়র মোঃ মিজানুর রহমান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সৈয়দ কামরুল হাসান, এডভোকেট সুলতান মাহমুদ, মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com