সোমবার, ১৯ মে ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ॥ এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মানুষের পাশে রয়েছি। সার্বক্ষণিক চালিয়ে যাচ্ছি জনসচেতনতামূলক প্রচারণা। পৌঁছে দিচ্ছি প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা। অব্যাহত রেখেছি ব্যক্তিগত সহযোগিতাও। এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
করোনা ভাইরাস পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য আওয়ামী পরিবারের উদ্যোগে হবিগঞ্জ আওয়ামী পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লকডাউন পরিস্থিতিতে সরকারি ছুটির দিনেও সবসময় খোলা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। অনলাইন ও অফলাইনে নিয়মিত ফাইল দেখেছেন প্রধানমন্ত্রী এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন। তাঁরই নেতৃত্বে আমরা নিজের জীবনের কথা চিন্তা না করে কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের পাশে রয়েছি এবং পাশেই থাকবো ইনশাআল্লাহ। এ সময় তিনি বিদেশের মাটিতে জীবন ঝুঁকিতে থাকার পরও অস্বচ্ছলদের পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাজ্য আওয়ামী পরিবারের প্রতি ধন্যবাদ জানান এমপি আবু জাহির। এ সময় তিনি সকলকে করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মশিউর রহমান শামীম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকাস্থ টিটু, যুক্তরাজ্য আওয়ামী পরিবারের নেতা নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com