চুনারুঘাট প্রতিনিধি ॥ সিলেট বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান বলেছেন শিক্ষা ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে, যাতে শিক্ষার মান উন্নয়ন করা যায়। শিক্ষার মান উন্নয়ন হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি রবিবার বিকালে শিক্ষার মান উন্নয়নে চুনারুঘাটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীরের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মশিউর রহমান, কাজী সাফিয়া খাতুন, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুননাহার, মাওলানা তাজুল ইসলাম, আবেদ হাসনাত সনজু চৌধুরী, মোঃ ওয়াহেদ আলী মাষ্টার, আইয়ুব আলী তালুকদার, সরকার মোঃ শহীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাছুল হক, অধ্যক্ষ রফিক আলী, প্রধান শিক্ষক আঃ আউয়াল, শেফালী বালা দাস, মুসফিক চৌধুরী প্রমুখ।