শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়-পুলিশ সুপার ॥ বঙ্গবন্ধু ডাকে পুলিশ বাহিনী মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) বলেছেন, ৭মার্চ দেশের ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সেই ভাষন বাংলাদেশের ইতিহাসে আজীবন স্মরনীয় হয়ে থাকবে। তিনি বলেন- ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত, ইতিহাসের নির্মমতম হত্যাযজ্ঞের স্বীকার রাজারবাগ পুলিশ লাইন্স। পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত আক্রমণে বিহব্বল হলেও পুলিশের রাইফেল থেকেই গর্জে উঠে প্রতিরোধের প্রথম বুলেট, সূচিত হয় সশস্ত্র মুক্তিযুদ্ধের। সেই রণে একদিকে যেমন বেদনার স্মৃতি অন্যদিকে তা বাংলাদেশ পুলিশের জন্য গৌরবময় এক ইতিহাস। বঙ্গবন্ধু ডাকে সেই দিন পুলিশ বাহিনী মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ পুলিশ লাইনে ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত আলোচন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-আমাদের যার যার অবস্থা থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি নিজেরা সঠিক ভাবে দায়িত্ব পালন করি, তাহলে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষন অনুস্মরণ করা হবে। আমাদের কাজেও সফলতা আসবে। তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন- সাহার্য্য প্রার্থীদের সঠিক ভাবে সহযোগিতা করবেন। কারো সাথে দুব্যবহার করা যাবে না। সাধারণ মানুষের সাথে ভাল ব্যবহার করতে হবে। আমাদের কাছ থেকে সাহায্য প্রার্থীরা যেন কষ্ট না পান সে দিকে লক্ষ্য রাখতে হবে। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লেøাগানকে সামনে রেখে সহকারি পুলিশ সুপার তৃপ্তি মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, সহকারি পুলিশ সুপার মানছুরা আক্তার, পুলিশ লাইন্স এর আর আই রেজাউল হক, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ডিবির এসআই আবুল কালাম আজাদ, সাজেন্ট আল-আমীন, কনস্টেবল রুহুল আমিন খন্দকার, কনস্টেবল জীবা আক্তার। আলোচনা সভা শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন কনস্টেবল হাফেজ মেরাজুল ইসলাম। শেষে নবাগত ১২০জন পুলিশ কনস্টেলদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।ু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com