নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামে আপন ৬ ভাইদের মধ্যে দীর্ঘ দিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ও মামলা মকদ্দমা চলে আসছে। তবে ৬ ভাইদের মধ্যে মিমাংসায় পথে হাটছেন সৈয়দ জাহাঙ্গীর আলী। যে কারণে ফেব্রুয়ারী মাসের ১১ তারিখে আইনী সহায়তা পেতে আদালতের স্মরণাপন্ন হন তিনি। ৬ ভাইদের বিরোধ নিস্পত্তীর জন্য বিজ্ঞ আদালতে সৈয়দ জাহাঙ্গীর আলীর অপর পাঁচ ভাই জায়গা গুলো দখলের পায়তারা করছেন বলে অভিযোগ করেন তিনি। জেলা লিগ্যাল এইড নোটিশ সুত্রে জানা যায়, আগামী মার্চ মাসের ৩ তারিখ হবিগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত জেলা লিগ্যাল এইড অফিসারের কার্যালয়ে, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বিচারক এর সভাপতিত্বে মিমাংসা সভা অনুষ্টিত হবে। উক্ত সভায় দলিলাদি ও কাগজপত্রসহ (যদি থাকে) এসব নিয়ে হাজির হবার কথা বলা হয়েছে। জায়গা দখলে ভাইদের পায়তারা ও জোরপূর্বকভাবে দখল থেকে বাঁচতে প্রসাশনের সুদৃষ্টি কামনা করছেন সৈয়দ জাহাঙ্গীর আলী। বিজ্ঞ আদালত জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ আলী আককাস স্বাক্ষরিত মিমাংসা নোটিশে সৈয়দ জাহির আলী, সৈয়দ রুহুল আমীন, সৈয়দ শাহাজাহান, সৈয়দ শারপিন আলী, সৈয়দ তুহিন আলী উভয় পিতা (সৈয়দ মছলন্দ আলী) উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।