স্টাফ রিপোর্টার ॥ সৈয়দ এ হক ফ্যামিলী ফাউন্ডেশন ট্রাস্ট, মধুপুর, বাহুবলের পক্ষ থেকে হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা বর্তমানে শহরের পোদ্দারবাড়ি এলাকার বস্তিতে বসবাসকারী দুস্থ আজির মিয়াকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরীর মালিকাধীন আল আমিন ফার্মেসীতে প্রতিবন্ধি আজির মিয়া ও তার পরিবারের সদস্যের হাতে হুইল চেয়ারটি তুলে দেয়া হয়। হুইল চেয়ারটি তুলে দেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যক্সের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক ও আল আমিন ফার্মেসী সত্বাধিকারী সাংবাদিক পাবেল খান চৌধুরী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিসুজ্জান চৌধুরী রতন, আল আমিন ফার্মেসীর পরিচালক রুমেল খান চৌধুরী, সুয়েব আহমেদ ঠাকুর, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সহিবুর রহমান, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, সাংবাদিক জুয়েল চৌধুরী, অপরাধ বিচিত্রার জেলা প্রতিনিধি মোঃ জমির আলী, সাইদুর রহমান, অন্তু চৌধুরী। তারা প্রতিবন্ধি আজির মিয়া, তার স্ত্রী ও তিন কন্যা সন্তানের হাতে হুইল চেয়ারটি তুলে দেন।
উল্লেখ্য, সৈয়দ এ হক ফ্যামিলী ফাউন্ডেশন ট্রাস্ট প্রতিষ্টালগ্ন থেকেই অসহায় দুস্থ্যদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতিপুর্বে সংঘটনটির পক্ষ থেকে রিক্সা, টিউবওয়েল, সেলাই মেশিন, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, শীতার্থদের মাঝে ৫ শতাধিক কম্বল ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।