শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

হবিগঞ্জ সোসাইটি ইউকের ব্লাক পুলের সমদ্র সৈকতে বনভোজন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৪৮০ বা পড়া হয়েছে

জিয়া তালুকদার, বার্মিংহাম থেকে ॥ ইংল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় সমুদ্র সৈকত বার্মিংহাম থেকে প্রায় ১৪০ মাইল দুরে ব্লাকপুলের আনন্দগন পরিবেশে হবিগঞ্জ সোসাইটির বাৎসরিক বনভোজন অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন সরকারি বন্দ থাকায় বনভোজন এর পরিবেশ আরো প্রানবন্ত হয়। সকাল ৯টায় যাত্রা শুরু করে প্রায় ১২ টার দিকে ব্লাকপুলের প্লেজার সী বীচে পৌছায়। যাত্রা পথে প্রথমেই সংগঠনের সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু সবাইকে ধন্যবাদ জানান বনভোজনে অংশগ্রহণ করার জন্য। উনি ধন্যবাদ জানান সেক্রেটারি এম এ মুন্তাকিম, সাংগঠনিক সম্পাদক জিয়া তালুকদার ও অন্যতম সদস্য এ বি চৌধুরী অপুকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে মনোমুগ্ধকর বনভোজন এর আয়োজন সম্ভব হয়েছে। এছাড়া বড়দের ও ছোট বাচ্ছাদের গান, কৌতুকে কোচের পরিবেশ হয়ে উঠে উৎপুল্ল। এছাড়া ও লটারির সবাই টিকেট ক্রয় করেন যা ড্র ফিরতি পথে অনুষ্টিত হয়। এতে চারটি পুরস্কার প্রদান করা হয়। কোচের সবচেয়ে আকর্ষনীয় ছিল ভাবিদের হাতের নানারকম পিটা, পায়েশ, ছমচা, সন্দেশ ও বোরহানির মত সুস্বাদু মজাদার খাবার।
সমুদ্র সৈকতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। এছাড়া ও বাচ্চারা তাদের ইচ্ছা মত খেলাধুলা, ঘুড়ি উড়িয়ে আনন্দ উপভোগ করে। ফিরতি পথে সেক্রেটারি এম এ মুন্তাকিম সবাইকে আবারো ধন্যবাদ জানান সকলের সহযোগীতার ও অংশগ্রহনের জন্য, এবং আগামীতে ইংল্যান্ডের বাইরে কোথাও যাওয়ার প্রতিশ্র“তি ব্যাক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com