শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

বানিয়াচঙ্গে ট্রেন দূর্ঘটনায় নিহত আল-আমীনের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৪৭২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ এক মাস বয়সী এক নবজাতকসহ তিন শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দূর্ঘটনায় নিহত আল আমীনের স্ত্রী। তিন শিশু সন্তানকে নিয়ে মানবেতন জীবন কাটাচ্ছেন নিহত আল আমীনের স্ত্রী। সন্তানদের মধ্যে এক মাস বয়সীও এক শিশু রয়েছে তার। অনাহার-অর্ধাহারে কাটছে তাদের দিন। জেলা প্রশাসন থেকে পাওয়া ১৫ হাজার টাকা শেষ হয়ে যাওয়ার পর প্রতিবেশিদের দয়ার উপর নির্ভর করে বেঁচে আছেন ৪ সদস্যের এই পরিবারটি। এ বিষয়টি নজরে আসে হবিগঞ্জের জেলা প্রশাসকের। এ অবস্থায় অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। ২৫ নভেম্বর সোমবার তার পক্ষে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান স্থানীয় বাজার থেকে চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে তার সাথে নগদ কছিু র্অথ নিহত আল আমীনের স্ত্রী ফুলবানু এর কাছে হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসকের নির্দেশক্রমে ফুলবানু এর কাছ থেকে জেলা প্রশাসক বরাবর আর্থিক সাহায্যের একটি আবেদন গ্রহন করা হয়। যার মাধ্যমে ফুলবানু ও তার পরবিাররে জন্য জেলা প্রশাসক সাহায্যরে ব্যবস্থা করবেন। ইতিপূর্বেও জেলা প্রশাসকের পক্ষে থেকে নিহত আল আমীনের পরিবারকে ১৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা করা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান বলেন, সকালে জেলা প্রশাসক মহোদয় ফোন করে দ্রুত সময়ের মধ্যে ওই অসহায় পরিবারটির জন্য প্রয়োজনীয় বাজার সদাই করে তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক আমি নিজে সেখানে উপস্থিত হয়ে বাজার সদাই করে ওই পরিবারটির কাছে দিয়ে আসি। সাথে কিছু নগদ অর্থও প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরো সহায়তা দেয়া হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, আল আমীন (৩০) বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের গুণই গ্রামের আয়ুব হোসেনের ছেলে। তিন সন্তানের জনক আল আমীন ছিলেন পেশায় একজন রাজমিস্ত্রী। দুটি শিশু কন্যা ও স্ত্রীকে নিয়ে অভাব-অনটনে দিন কাটে তার। পৈত্রিক সম্পত্তি বলতে একটি বাড়ি ছাড়া আর কিছুই নেই। এলাকায় কাজ না থাকায় অভাবের তাড়নায় আল আমীন চট্টগ্রামে রাজমিস্ত্রীর কাজ করেন। তার ৯ বছর ও ৬ বছর বয়সি দুটি কন্যা সন্তান রয়েছে। দূর্ঘটনার দুই সপ্তাহ আগে আল আমীনের একটি পুত্র সন্তান জন্ম নেয়। তাকে দেখা জন্য আল আমীন চট্টগ্রাম থেকে গ্রামের বাড়ি বানিয়াচং আসেন। সেখানে সপ্তাহখানেক থাকার পর ফের তিনি কর্মস্থলে রওনা দেন। ১২ নভেম্বর দূর্ঘটনার রাত সাড়ে ১২টায় শায়েস্তাগঞ্জ থেকে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনে ওঠেন আল আমীন। রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় তিনি নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com