শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

আজমিরীগঞ্জে আ.লীগ নেতাদের হামলায় কাউন্সলরসহ আহত ১০ জায়গা দখলে বাধা দেয়ার জের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩
  • ৪১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকায় জায়গা দখলে বাধা দেয়ায় আওয়ামীলীগ ও যুবলীগ নেতাদের হামলায় কাউন্সিলরসহ ১০ জন আহত হয়েছে। আহতদের আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে পৌর এলাকার সমিপুরে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজমিরিগঞ্জ পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রায় ১৫ শ’ নারী-পুরুষ সমিপুর গ্রামে দীর্ঘদিন যাবত বসবাস করছে। গতকাল সকালে আজমিরিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার আলীর ভাতিজা পৌর যুবগলীগের সদস্য তারেক হোসেন ও যুবলীগ নেতা আলম মিয়ার নেতৃত্বে ৩০/৩৫  জনের একদল লোক সমিপুর গ্রামে ৬শতক হিন্দু সম্পত্তি  দখল করতে যায়। দখলদাররা ওই ভূমিতে বাশের বেড়া দেয়ার কাজ শুরু করে। এ সময় এ ভূমির মালিক ও পৌর কাউন্সিলর প্রদীপ কুমারসহ স্থানীয় লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে এলাকাবাসীর উপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি হামলায় কাউন্সিলর প্রদীপ কুমার (৪৩), হাসু রায় (৪৮), দীপক রায় (৬৬), সুজিত রায় (৩৫) গুরুতর আহত হয়। খবর পেয়ে আজমিরিগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে পুলিশ হামলাকারী কাউকে আটক করেনি পুলিশ। এ ব্যাপারে আহত পৌর কাউন্সিলর প্রদীপ কুমার জানান, আওয়ামীলীগ নেতা মনোয়ার আলীর লোকজন তাদের জায়গা দখল করতে আসলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় সন্ত্রাসীরা সমিপুর গ্রামের লোকদের উপর হামলা চালায়। এ ব্যাপারে আজমিরিগঞ্জ থানার অফিসার ইনচার্জ তৈমুর বখত চৌধুরী জানান, সমিপুর গ্রামের ভূমিতে উভয় পক্ষ মালিক দাবি করায় বিরোধ সৃষ্টি হয়। তবে তিনি আওয়ামীলীগ নেতাদের হামলায় কাউন্সিলরসহ কয়েকজন আহত হওয়ার কথা স্বীকার করেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মনোয়ার আলীর লোকজনের হামলায় কাউন্সিলরসহ বেশ কয়েকজন আহত হয়। তবে তিনি বলেন, সমিপুরের ওই জমি এখন উভয় পক্ষ মালিকানা দাবি করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com