মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা চেষ্টা ॥ আটক ৩ বানিয়াচঙ্গের পৈলারকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকে শুল্ক বৃদ্ধি মাধবপুরে শিল্পপতিদের হতাশা জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ ঢাকায় বিমান বিধ্বস্ত এর ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গণঅধিকার পরিষদের দোয়া মাহফিল মিথ্যা ও হয়রানীরমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে বাদীর সংবাদ সম্মেলন বানিয়াচঙ্গে পাহারাদার রঙ্গিলা হত্যাকান্ডের ঘটনায় আটক ১ হবিগঞ্জ শহরে বিক্ষোভ নিজামপুরে বিএনপির জনসভায় জি কে গউছ ॥ বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায় হবিগঞ্জ জেলা বিএনপির ৪ নেতার বিবৃতি ॥ নিরপরাধ লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাথে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের জের ॥ নবীগঞ্জে হিরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষককের বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ অভিভাবক-শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৫৯০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরতলীর হিরা মিয়া গার্লস হাই স্কুলে টেস্ট পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে অর্ধেক শিক্ষার্থীকে অকৃতকার্য দেখিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে সমন্বয় না করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম একক সিদ্ধান্তে ফলাফল প্রকাশ করায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে এমন খবর ফলাও করে স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশ হওয়ার পর টনক নড়ে কর্তৃপক্ষের। সংবাদটি নজরে আসে সংশ্লীষ্ট কর্তৃপক্ষের। এঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম।
গতকাল শুক্রবার বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকায় নবীগঞ্জের হিরা মিয়া গার্লস হাই স্কুল এসএসসির টেস্ট পরীক্ষায় ২১৫ জনের মধ্যে অকৃতকার্য ১০৭ ॥ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অকৃতকার্যের ফলাফলের মার্কশীট দেখার জন্য অভিভাবকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের প্রতিদাবী জানান। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের শান্তনা না দিয়ে বরং উল্টো তাদের তাড়িয়ে দেয়ার চেষ্টা করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এহেন আচরনে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোব্ধ হয়ে উঠেন। হট্টগোলের খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। উল্লেখ্য, নবীগঞ্জ শহরের হিরা মিয়া গার্লস হাইস্কুলে ২০২০ সালের এসএসসির টেস্ট পরীক্ষায় মোট ২শ ১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১০৮ জন শিক্ষার্থীকে কৃতকার্য দেখানো হয়। অবশিষ্ট ১০৭ জন শিক্ষার্থীকে গনিতসহ ৩, ৪, ৫টি বিষয়ে অকৃতকার্য্য দেখিয়ে ফলাফল প্রকাশ করেন ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক এক শিক্ষক এ প্রতিনিধিকে জানান, স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে সমন্বয় না করে একক সিদ্ধান্তে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম ওই ফলাফল প্রকাশ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া সূত্রে আরো জানাযায়, প্রায় ৮ মাস পূর্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহনের পর থেকেই তিনি শিক্ষক/শিক্ষিকাসহ অভিভাবকদের মধ্যে সমন্বয় না করে এককভাবে সিদ্ধান্ত নেয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠে। টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে উল্লেখিত ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com