স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পানি নিস্কাশনের খাল দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে ২৯ এপ্রিল হবিগঞ্জ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন পারকুল গ্রামের বাসিন্দা হাজী আবদুল ওয়াহিদ। সরকারী ভূমি দখল ও বিল্ডিং নির্মানের অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। এবিষয়ে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন দ্রুত উদ্যোগ গ্রহনের দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের তাজাবাদ মৌজার ১ নং খতিয়ানের (দাগ নং-৩৩৫৯,৩৩৪২ ও ৩৩৪৩) উপর দিয়ে সরকারী খাল ও গোপাট বিদ্যমান ছিল। উল্লেখিত খাল দিয়ে যুগের পর যুগ ধরে বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে পানি নিষ্কাশন হয়ে আসছে। সম্প্রতি ওই গ্রামের তবারক মিয়ার পুত্র বজলু মিয়া কোন প্রকার অনুমোদন ছাড়াই ৩৩৪২ ও ৩৩৪৩ নং দাগের একাংশ ভূমি মাটি ভরাট করে সেখানে বিল্ডিং তৈরী করেন। এতে গ্রামবাসীর চলাচল ও পানি নিষ্কাশনে মারাত্বক প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গ্রামের নিচু জমি ও বৃষ্টির পানি লোকজনের বাড়ীতে প্রবেশ করে জলাবদ্ধতা তৈরী হচ্ছে। জলাবদ্ধ পানির জন্য মসজিদ ও মাজারে মুসল্লীদের চলাচলে মারাত্বক ভোগান্তি পোহাতে হয়। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে দখলীয় ভূমি বজলু মিয়ার কবল থেকে উদ্ধার করে পানি নিষ্কাশনের রাস্তা অবমুক্ত করার নিমিত্তে হবিগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।