স্টাফ রিপোর্টার ॥ শহরের ২নং পুল এলাকা থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী কয়ছর খান (৩৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর ছোট ভাই মাদক ব্যবসায়ী শাকিল খান পালিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশের এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক কয়ছর শহরতলীর বহুলা গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।