রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

উন্নয়ন অব্যাহত রাখতে অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখুন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার। জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের উৎসবগুলোতেই জনগণের পাশে থাকেন। সব ধর্মের মানুষের অংশগ্রহণেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছে স্বাধীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রাখতে হবে।
গতকাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত হবিগঞ্জ শহর ও সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন, বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, এদেশ অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হয়ে আসছে। কোন সাম্প্রদায়িক শক্তি তা বিনষ্ট করতে পারবেনা। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী, এদেশের বাজেট নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব-দরবারে সকল ক্ষেত্রে মডেল প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃত হয়েছেন। দুর্গাপূজা চলাকালীন কোন বিশৃংখলা সৃষ্টিকারী উৎসবকে যেন ভুন্ডুল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে এমপি আবু জাহির আইনশৃঙ্খলা বাহিনীকেও এব্যাপারে সতর্ক থাকর নির্দেশনা দেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় ৩ শতাধিক সুবিধাবঞ্চিত লোকের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করে শ্যামল ছায়া নামক সামাজিক সংগঠন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আবু জাহির।
সংগঠনটির সভাপতি জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অহিন্দ দত্ত চৌধুরী, অ্যাডভোকেট পুনব্রত চৌধুরী বিভু, বর্তমান সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পারিষদের সভাপতি অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চৌধুরী বাজার পুজা উদযান কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অজয় রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামল ছায়া’র মুখ্যপাত্র আব্দুর রকিব রনি, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন, বিপ্লব রায় সুজন, কৌশিক আচার্য্য পায়েল প্রমুখ।
আয়োজকরা জানান, চৌধুরীবাজার পূজা মন্ডপটির ৭০ বছর পুর্তি হয়েছে এবার। গত কয়েক বছর ধরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই পূজা মন্ডপে শ্যামল ছায়া পরিবারের উদ্যোগে সুবিধাবঞ্চিত লোকদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এবারও হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকার ৩ শতাধিক লোকের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
একইদিন বিকেলে এমপি আবু জাহির সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের গঙ্গানগরে জননী সংসদ ও আদ্যপাশায় দেবমাতা সংঘের আয়োজনে শারদীয় দুর্গাপূজা মন্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণের উদ্বোধন শেষে প্রধান অতিথি’র বক্তৃতা করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, দেবমাতা সংঘের অধ্যাপক ডা. প্রদীপ দেব, মিলন বশাক প্রমুখ। রাতে শহরের দিয়ানত রাম সাহার বাড়ি এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনে যান এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com