প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর মডেল থানার এস. আই মন্তোষ দত্ত মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রমাসক মনীন্দ্র কিশোর মজুমদার গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বিবৃতিতে জেলা প্রশাসক তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর মৌলভীবাজারের ভৈরব বাজারের নিকট এস. আই মন্তোষ দত্ত ব্যবহৃত মোটর সাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।