বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

নবীগঞ্জে হামলায় একই পরিবারের আহত ৫ ॥ মুমুর্ষ অবস্থায় ১ জনকে সিলেট প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৫৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামে মধ্যরাতে প্রতিপক্ষের লোকজন কর্তৃক লুটপাট ও হামলায় ঘরের গৃহকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় গুরুতর আহত ফজলু মিয়াকে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র রহমত মিয়ার সাথে বিভিন্ন বিষয়াদী নিয়ে একই গ্রামের মৃত কাছুম আলীর পুত্র ফজলু মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় পক্ষের লোকজনের মাঝে মামলা মোকাদ্দমা চলে আসছে। ফজলু মিয়ার পরিবার জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফজলু মিয়ার গোয়াল ঘরের নিকটবর্তী জানালা দিয়ে ফজলু মিয়ার ঘরে প্রবেশ করে। তখন ফজলু মিয়াকে ঘুমন্ত অবস্থায় দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে দূর্বৃত্তরা। এ সময় ফজলু মিয়া আত্মরক্ষায় চিৎকার চেচামেচি করে পালিয়ে বাড়ির পার্শ¦বর্তী খাল অতিক্রম করে একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সুযোগে হামলাকারীরা ঘরে থাকা আসাবাবপত্র ভাংচুর করে এবং আড়াই ভরি স্বর্ণ, নগদ ৭৫ হাজার টাকা, দুটি স্মার্ট মোবাইলসহ প্রায় তিন লাখ টাকার মালামাল ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই ফিরোজ ও এসআই ফখরুজ্জামান নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত ফজলু মিয়াকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ফজলুর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই ফখরুজ্জামান বলেন, পূর্ব বিরোধীদের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পুলিশ উপস্থিত হয়ে আহত অবস্থায় ফজলু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে সিলেটে প্রেরণ করা হয়। এ ব্যাপারে অভিযোগ পেলে হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com