শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

আসন্ন নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে-জিকে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দেশের হাজার হাজার কোটি টাকার লোপাট হচ্ছে, ব্যাংক ফাঁকা হয়ে যাচ্ছে। এসবের কোনো তদন্ত হয় না। সাজা দূরে থাক কারও নামে মামলাও হয় না। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়েরী মামলাগুলো খারিজ করে দেয়া হয়েছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র ২ কোটি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে সাজা দেয়া হয়েছে। একটি পরিত্যক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে। জামিন না দিয়ে সময় ক্ষ্যাপন করা হচ্ছে। সরকারের এই দুঃশাসনের বিরুদ্ধে দেশবাসী আজ ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচন বিএনপির আন্দোলনেরই অংশ। ব্যালটের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের সাথে এক মতমিনিময় সভায় এসব কথা বলেন।
মেয়র জি কে গউছ বলেন, আওয়ামীলীগ চেয়েছিল আবারও একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতায় ঠিকে থাকতে। কিন্তু বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করায় আওয়ামীলীগ নেতাদের ঘুম হারাম হয়ে গেছে। গায়েবী মামলা আর পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঠ ছাড়া করার চেষ্টা করছে। কিন্তু তাদের জানা নেই, গণআন্দোলনের মুখে কোনো বাঁধাই দাড়াতে পারেনি। আসন্ন নির্বাচনেও আওয়ামীলীগের সকল অপচেষ্টা ব্যর্থ হবে, গণতন্ত্রের বিজয় হবে, মানুষের ভোটাধিকার ফিরে আসবে।
জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, যুবদল নেতা মাহবুবুল হক হেলাল, আব্দুল করিম, মোঃ রুবেল, শাহ নেওয়াজ মেম্বার, সাইদুর রহমান শামীম, সুজন মিয়া, তারেক আহমেদ, জালাল মিয়া, শাহজাহান মাহমুদ, সৈয়দ আলী, আরজত আলী, শামিম খান, আসাদুজ্জামান আসাদ, সাদেক মিয়া, নজরুল ইসলাম কাওছার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com