শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বানিয়াচঙ্গের ডাঃ সুবিমলের বিরুদ্ধে এন্তার অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সুবিমল চন্দ’র বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রোমেনা বেগম সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক মোঃ কুতুব উদ্দিন চৌধুরীর নিকট লিখিতভাবে এমন অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ডাক্তার সুবিমল চন্দ নিজ এলাকা বানিয়াচংয়ে যোগদানের পর থেকে নানা ধরণের অনিয়ম করে যাচ্ছেন। অনিয়মের মাধ্যমে তিনি গত অর্থ বছরে ক্লিনিক অধিক্ষেত্রের ৫ থেকে ৭ লাখ টাকা আত্মসাত করেন। তার অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করলে নিজে দুর্ব্যবহারসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অফিসে ডেকে নিয়ে তাদের দিয়ে অধস্তন কর্মচারীদের ভয়ভীতি দেখান। এছাড়া প্রতিবাদ করলে শান্তিতে চাকুরী করতে দেবেননা, বদলী করে দেবেন, উর্ধ্বতন কর্মকর্তাগণের কাছে অভিযোগ করেও কাজ হবেনা, তারা তার নিজস্ব লোক ইত্যাদি কথাবার্তা বলে কর্মচারীদের ভয়ভীতি দেখান।
অভিযোগকারী রোমেনা আরো উল্লেখ করেন, গত এক বছর নিজের টাকায় ইমপ্রেস্ট ফান্ড ক্যাম্প পরিচালনার পাওনা টাকা চাওয়ায় ডাক্তার সুবিমল তাকে ফাঁসাতে পরিবার পরিকল্পনা সহকারী রিপন দেবনাথ ও পিয়ন আবুল কালামের মাধ্যমে ইমপ্রেস্ট ফান্ডের ফাইল চুরি করান। এছাড়া তিনজনে মিলে রোমেনাকে যৌন হয়রানি করেন। গত জুলাই মাসে ডাক্তার সুবিমল ক্লিনিক অধিক্ষেত্রের সম্পূর্ণ দায়িত্ব দেবেন বলে রোমেনার নিকট ৫০ হাজার টাকা ঘুষ দাবী করলে তন্মধ্যে রোমেনা ২০ হাজার টাকা দেন এবং অবশিষ্ট টাকার জন্য ডাক্তার সুবিমল পিয়ন কালামের মাধ্যমে রোমেনাকে চাপ প্রয়োগ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এদিকে প্রেরকবিহীন চিঠির মাধ্যমে ডাক্তার সুবিমলের স্বাক্ষর সম্বলিত কিছু বিল ভাউচার ডাকযোগে স্থানীয় সাংবাদিকদের কাছে প্রেরণ করা হয়। এসবের সাথে প্রেরিত বেনামি চিঠিতে ভুয়া ভাউচারের মাধ্যমে ডাক্তার সুবিমল কর্তৃক সরকারী অর্থ আত্মসাত ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কর্মচারীদের শ্রান্তি বিনোদন, ভ্রমণ ভাতা বিল ও স্যাটেলাইট ভাতা বিল কম দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়। অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিন বিভিন্ন দোকানে গিয়ে বানিয়াচং উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মালামাল ক্রয়ের ভাউচার দেখালে দোকানীরা এসব ভাউচার তাদের দোকানের নয় বলে জানান। তারা এসব ভাউচারকে বানোয়াট ও ভুয়া ভাউচার হিসেবে আখ্যায়িত করেন। কোন কোন দোকানী তাদের দোকানের নামে ভুয়া ভাউচার তৈরী করায় ক্ষোভ প্রকাশ করে ডাক্তার সুবিমলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান। এই ভাউচারগুলোর মধ্যে গায়েবী দোকানের ভাউচারও রয়েছে। হবিগঞ্জ কালীবাড়ী রোডে শামীম স্টোর নামে একটি দোকান থেকে সাড়ে ১২ হাজার টাকার মালামাল ক্রয় করা হয়েছে মর্মে একটি ভাউচার পাওয়া গেলেও এ নামে হবিগঞ্জ কালীবাড়ী রোডে কোন দোকান পাওয়া যায়নি। এ রোডে প্রায় ৪০ বছর ধরে ব্যবসা করছেন এমন দোকানীরা জানান, কোনদিন এই দোকানের সাইনবোর্ড পর্যন্ত তাদের চোখে পড়েনি বা দোকানের মালিকক শামীম আহমেদকেও তারা চেনেন না। এমন দোকানের ভাউচারও রয়েছে যে দোকানে যেসব পণ্য কখনোই বিক্রয় করা হয়না সেসব পণ্য ক্রয় করার কথাও ভাউচারে লেখা। এছাড়া যাচাইকৃত প্রতিটি ভাউচার একই হাতের লেখা। অভিযোগের সত্যতা যাচাই করতে পরিবার পরিকল্পনার মাঠকর্মীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা জানান, ডাক্তার সুবিমল স্যাটেলাইট ভাতা বিলসহ এমন কোন বিল নেই যা থেকে শতকরা ৩০ থেকে ৪০ ভাগ টাকা কেটে রাখেননি। তারা বলেন, শ্রান্তি বিনোদন ও ভ্রমণ ভাতা বিল ব্যাংক একাউন্টে পরিশোধের নিয়ম থাকলেও ৩০/৪০ পার্সেন্ট টাকা আত্মসাত করতে ব্যাংক থেকে নগদ টাকা তুলে সব সময় হাতে হাতে পরিশোধ করে থাকেন। কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন দেবার জন্যও তাদের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নেন। আইওডি নষ্ট বাবদও কর্মচারীদের কাছ থেকে টাকা দাবী করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি নষ্ট আইওডি’র জন্য ১৫ ডলার করে টাকা দাবী করেন ডাক্তার সুবিমল। এছাড়া জন্ম বিরতিকরণের স্থায়ী পদ্ধতি ক্যাম্পে মেরী স্টোপস থেকে ক্লায়েন্ট রেফারকারীর নাস্তা ববাদ বরাদ্দকৃত জনপ্রতি একশত টাকাও নাস্তা না করিয়ে ডাক্তার সুবিমল আত্মসাত করেন বলে অভিযোগ পাওয়া যায়। আয়াদের নামে ভ্রমণ ভাতা বিল তৈরী করার নিয়ম না থাকলেও ডাক্তার সুবিমল ২০১৭-১৮ অর্থ বছরে তাদের নামে ভ্রমণ ভাতা তৈরী ও উত্তোলন করে আত্মসাত করেন বলেও অভিযোগ পাওয়া যায়। সরকারী নিয়ম অনুযায়ী ডাক্তার সুবিমলের অফিস টাইম সকাল ৯টা থেকে ৫টা হলেও তিনি বিকাল ৩টা থেকে প্রতিদিন বড়বাজারের শাপলা মেডিকেলে প্রাইভেট প্র্যাকটিস করেন। যা তার স্বাক্ষরিত প্রেসক্রিপশনেও উল্লেখ রয়েছে।
এসব অনিয়ম-দুর্নীতি ও যৌন হয়রানির ব্যাপারে ডাক্তার সুবিমল চন্দ’র বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদেরকে কোন বক্তব্য দেননি।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ নাসিমা খানম ইভা’র দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কোন বক্তব্য না দিয়ে ডাক্তার সুবিমলের কাছ থেকেই বক্তব্য নিতে বলেন। বার বার ডাক্তার সুবিমলের বক্তব্য নিতে চাইলে তিনি সাংবাদিকদের পাশ কাটিয়ে যান।
এ বিষয়ে ভূক্তভোগীসহ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের দুর্নীতি তদন্তে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন বানিয়াচংবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com