শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৪৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চ্যানেল আই এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা হয়। চ্যানেল আই এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম বার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান প্রাতিষ্ঠানিক কমান্ড সভাপতি প্রভাষক ফখর উদ্দিন খান পারভেজ প্রমূখ। ব্যাংকার শাহ জয়নাল আবেদীন রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী আব্দুল মমিন চৌধুরী বুলবুল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ সফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ইসমাঈল হোসেন, রোটারীয়ান বাদল কুমার রায়, অ্যাডঃ হাসবী সাঈদ চৌধুরী, নুরুজ্জামান ভূইয়া, শ্রীকান্ত গোপ, পাবেল খান চৌধুরী, দিদার এলাহী সাজু, এসএম সুরুজ আলী, ফয়সল চৌধুরী, মুজিবুর রহমান, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, কেএম ওয়াহাব নাঈমী, অসিত কুমার চৌধুরী, কাজল সরকার, এম সজলু, কাউছার চৌধুরী মামুন, কবি অপু চৌধুরী, খান রাহাত ফেরদৌস চপল, ইলিয়াস আলী মাসুক, আব্দুল হক রেনু, সহিবুর রহমান, লোক সংস্কৃতি ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ পিন্টু আচার্য্য, নাট্য নিকেতন এর সভাপতি সৈয়দ রাশিদুল হক রুজেন ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি’র পুত্র ফারহান কারিম চৌধুরী প্রমূখ।
আলোচনা সভায় অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি অ্যাডঃ মোঃ আবু জাহির বলেন, দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই, লাল সবুজের চেতনায়, মুক্তিযুদ্ধকে ধারণ করে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। তিনি বলেন-হবিগঞ্জের সমস্যা, সম্ভাবনা ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার জন্য তিনি চ্যানেল আইয়ের প্রতিনিধিসহ সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com