বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

নবীগঞ্জে দেড় মাসেও উদ্ধার হয়নি নিহত কাউছারের মাথা

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুলাই, ২০১৮
  • ৫৬৮ বা পড়া হয়েছে
  1. স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নেরর (দেওলা বাড়ি) গ্রামের কাউছার হত্যার আড়াই মাস পার হয়ে গেলেও মামলার অন্যতম আসামী সিরাজুল ইসলামকে পুলিশ গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছেন নিহতের বাবা হায়দার আলী। এতে ছেলে হত্যার সঠিক বিচার পাওয়া নিয়ে তার মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। অপর দিকে অন্যান্য আসামী ও তাদের স্বজনরা হায়দর আলীকে মামলা ভয়ভীতি প্রদর্শন করছে।
    মামলার বিবরণে জানা যায়, গত ২৯ এপ্রিল রাতে হায়দার আলীর ছেলে কাউছার মিয়াকে (১৭) পানিউমদা বটতলা পাড়ায় সেফুল মিয়ার চায়ের দোকান থেকে অপর একজন সাথে নিয়ে যায়। এর পর রাতে কাউছার বাড়িতে না আসায় হায়দর আলী বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। কিন্তু কোথায় কাউছারকে খোঁজে পাওয়া যায়নি। পরের দিন ৩০ এপ্রিল সকাল ১০টায় একই গ্রামের জগরুল মিয়ার বাড়ির মেইন রাস্তার পাশে লাকড়ীর উপরে প্লাস্টিকের প্যাকেটের ভিতরে কাউছারের পরিহিত শার্ট কাটা ও কাঁদা মাখা অবস্থায় পাওয়া যায়। পরে কাউছারের সন্ধ্যানের ব্যাপারে জগরুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে ২ জুন বেলা সাড়ে ৩টায় একই এলাকার আব্দুল্লার জাই নামক পাহাড়ী নির্জন স্থান থেকে অর্ধগলিত অবস্থায় মাথা বিহীন কাউছারের লাশ পাওয়া যায়। আত্মীয় স্বজন ও পুলিশ আজো খোঁজে পায়নি। কাউছারের পরনের লুঙ্গি ও সেন্টু গেঞ্জি দেখে লাশ সনাক্ত করেন। পরবর্তীতে নিহত কাউছারের বাবা হায়দর আলী দুরুদ আলী ও জগরুল মিয়াসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
    মামলার অভিযোগে হায়দর আলী উল্লেখ্য করেন, তার ছেলে নিহত কাউছার মিয়ার সাথে দুরুদ আলী ও জগরুল মিয়া গংদের সাথে পূর্ব বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরেই কাউছারের লাশ গুম করার উদ্দেশ্যে তাকে হত্যা করে। মামলায় দায়ের পর পরই এলাকার লোকজন আসামী দুরুদ আলী ও জগরুল মিয়াকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে দুরুদ আলী ও জগরুল মিয়া হত্যাকান্ডের সাথে নিজের সম্পূক্ততা কথা স্বীকার করেন এবং এ হত্যাকান্ডে একই এলাকার নুরাজ মিয়া ও সিরাজুল ইসলাম জড়িত বলে জানায়। পরবর্তীতে পুলিশ নুরাজ মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে নুরাজ মিয়াও স্বীরোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন এবং নুরাজ মিয়া কাউছার হত্যাকান্ডের সাথে সিরাজুল ইসলাম জড়িত বলে জানায়। কিন্তু অদ্যবর্তী পুলিশ সিরাজুল ইসলামকে গ্রেফতার না করায় নিহত কাউছারের পরিবার ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com