শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

ইনাতগঞ্জে প্রতিপক্ষের জায়গা দখলের পাঁয়তারা ॥ দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতিপক্ষের জায়গা জমি দখল করার পায়তারা চালানোর অভিযোগে ইনাগঞ্জের দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় বিহিতাদেশ প্রার্থনা করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র আশরাফুজ্জামান। মামলার বিবাদীরা হলেন, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের আলাল মিয়া ও বেলাল মিয়া। হবিগঞ্জের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলার এজাহারে বাদী আশরাফুজ্জামান উল্লেখ করেন, মৌজা মোস্তফাপুর, এস.এ.জে.এল. নং ১৮, আর.এস. জে. এল নং ১৮, এস.এ খতিয়ান নং ৪০১, আর.এস খতিয়ান নং ডিপি ৬১০, এস.এ দাগ নং ৫২৪/৫২৫, আর.এস. দাগ নং ৫৩৮/৫৪৫, এ মোয়াজী এস.এ ২৮ শতক এবং আর.এস ২৬ শতক তন্মধ্যে ০৪ শতক বাড়ী ও চারা রকম ভূমি ওয়ারিশয়ান সূত্রে প্রাপ্ত হয়ে দেখাশুনা করে আসছেন। বিগত সেটেলমেন্ট জরিপে বাদীর পিতা ও বিবাদীগণের পিতাসহ অপরাপর শরিকদের নামে যথারিতি হিস্যা অনুযায়ী ভূমি রেকর্ড ভূক্ত হয়েছে। কিন্তু পারিবারিক বিল্লয় ভাটোয়ারা না হওয়ায় হিস্যা অনুযায়ী বাড়ী ও চারা রকম ভূমি ভাগ ভাটোয়ারা করার জন্য দীর্ঘদিন যাবত বিবাদীগণকে তাগিদ দেওয়া সত্বেও বিবাদীরা গায়ের জোরে মুরব্বিদের কথা অমান্য করে তাদের হিস্যার চেয়ে বেশি ভূমি জবর দখল করার পায়তারায় লিপ্ত রয়েছে। গত ১৩ জানুয়ারী বাদী তার পৈতিক বাড়ীতে তাদের অংশে কাজ করার জন্য গাছ-গাছালি লাগানোর উদ্যোগ নেন এবং সীমানা চিহিৃত করার জন্য বিবাদীগণের প্রতি আহবান জানান। কিন্তু বিবাদীরা তার জায়গা জমি জোর পূর্বক দখল করার জন্য তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে এবং মারপিট করে টাকা পয়সা নিয়ে যায়। বিবাদীরা আপোষ মীমাংসা না মানায় বাদী মামলা করার উদ্যোগ নেন। এ সংবাদ পেয়ে বিবাদীরা আরো বেপরোয়া হয়ে উঠে তারা যে কোন মুহুর্তে তার জায়গা জমি গ্রাস করে নিতে পারে এবং তাতে স্থাপনা নির্মাণ করতে পারে। এতে তিনি বাধা দিলে মারপিট ও খুন খারাপি এবং দাঙ্গা হাঙ্গামাসহ গুরুতর শান্তি ভঙ্গের সমূহ সম্ভবনা রয়েছে। এমতাবস্থায় তিনি আদালতের কাছে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার বিধানমতে বিহিতাদেশ প্রার্থনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com