মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা চেষ্টা ॥ আটক ৩ বানিয়াচঙ্গের পৈলারকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকে শুল্ক বৃদ্ধি মাধবপুরে শিল্পপতিদের হতাশা জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ ঢাকায় বিমান বিধ্বস্ত এর ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গণঅধিকার পরিষদের দোয়া মাহফিল মিথ্যা ও হয়রানীরমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে বাদীর সংবাদ সম্মেলন বানিয়াচঙ্গে পাহারাদার রঙ্গিলা হত্যাকান্ডের ঘটনায় আটক ১ হবিগঞ্জ শহরে বিক্ষোভ নিজামপুরে বিএনপির জনসভায় জি কে গউছ ॥ বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায় হবিগঞ্জ জেলা বিএনপির ৪ নেতার বিবৃতি ॥ নিরপরাধ লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাথে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত

বেদখল হয়ে যাচ্ছে শহরের কোটি টাকার জমি

  • আপডেট টাইম সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কোটি টাকার জায়গা বেদখল হয়ে যাচ্ছে। শহরের পানি নিষ্কাশনের একমাত্র ড্রেন দখল করে এক শ্রেণীর ভূমিখেকো রাস্তার পাশের জমিতে স্থায়ীভাবে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, সড়ক জনপথ বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারিদের ম্যানেজ করে ওই চক্রটি স্থায়ীভাবে স্থাপনা তৈরি করে হোটেল, রেষ্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলে ব্যবসা করছে। কোন কোন সময় সরকারি ওই জমির দখল বিক্রি ও ভাড়া দেয়া হচ্ছে। গত কয়েক বছর ধরে এমন অবস্থা চলে আসলেও সড়ক ও জনপথ বিভাগ নির্বিকার রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভূমিখেকোরা শুধু জমিই দখল করেনি পাশাপাশি অবৈধ স্থাপনায় বিদ্যুত সংযোগও দিয়েছে।
জানা গেছে, বিদ্যুত সংযোগ নিতে গিয়ে দখলবাজরা সড়ক ও জনপথ বিভাগের কতিপয় কর্মকর্তাকে টাকার বিনিময়ে ম্যানেজ করে টোকেন সংগ্রহ করছে এবং তা বিদ্যুত অফিসে দাখিল করে সংযোগ নিচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে দখলকারীরা জানায়, সড়ক ও জনপথ বিভাগের বড় অফিসারকে ম্যানেজ করেই স্থাপনা তৈরি করেছি।
গতকাল রবিবার দুপুরে শহরের ২নং পুল পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, আগে যে স্থাপনাগুলো অস্থায়ীভাবে ছিল সেগুলো এখন স্থায়ীভাবে তৈরি করা হচ্ছে। এসপি অফিসের সম্মুখ থেকে শুরু করে ২নং পুল সড়ক ও জনপথ বিভাগের বাউন্ডারী পর্যন্ত ৫শ গজের মধ্যে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। বাদ যায়নি সংশ্লিষ্ট বিভাগের তৈরি করা বাগান। দখলবাজরা সেখানের চারা গাছ কেটে নিজেদের দখলে নিয়ে যাচ্ছে।
এলাকাবাসী তাদের উচ্ছেদের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, হবিগঞ্জ শহরের অন্যতম একটি সমস্যা হল জলাবদ্ধতা। পৌরসভার পক্ষ থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করা হলেও ওই সব দখলবাজদের কারণে তা সম্ভব হচ্ছে না।
শায়েস্তানগর কবরস্থান সড়ক থেকে শুরু হওয়া শহরের একমাত্র বড় ড্রেনটি ২নং পুল হয়ে খোয়াই নদীতে মিলিত হয়েছে। সড়কের পাশের এ ড্রেনটি ভরাট করে সেখানে ময়লা আর্বজনা ফেলে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ বিষয়টির প্রতি অনতিবিলম্বে সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষের দৃষ্টি দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com