শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ॥ সভায় বন্যা ক্ষতিগ্রস্ত লাখাই-বানিয়াচং আজমিরীগঞ্জকে দুর্গত ঘোষণার দাবী

  • আপডেট টাইম শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৪০১ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বাংলা নববর্ষ পরবর্তী পূর্ণমিলনী সভা গত ১৮ এপ্রিল পূর্ব লন্ডনের ব্রিকলেনস্থ ক্যাফেগ্রীল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক শ্রমিক নেতা এম এ আজিজের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক এ রহমান অলি’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী আইনজীবি পরিষদের সাধারণ সম্পাদক ব্যরিস্টার অনুকুল তালুকদার ডালটন, সংগঠনের যুগ্ম সম্পাদক শহিদুল আলম চৌধুরী বাচ্চু, সহ সম্পাদক কামাল চৌধুরী, নির্বাহী সদস্য ইকবাল ফজলু, আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার মাহমুদুল হাসান, সৈয়দ মোস্তাক আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডঃ মমিন আলী, সাংস্কৃতিক সম্পাদক মারুফ চৌধুরী, সহ আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার আশরাফুল আলম চৌধুরী বাবলু, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জহিরুল হক শাকিল, কবি দেওয়ান Habiganj District Welfare Association-2হাবিব, কাজী তাজ উদ্দীন আহমেদ আকমল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহজাহান কবির, সৈয়দ মারুফ আহমেদ প্রমূখ।
সভায় উপস্থিত সকলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ছাড়াও দেশে ও বিদেশে বাংলা নববর্ষকে নিয়ে স্ব স্ব অভিজ্ঞতা ব্যক্ত করেন। এছাড়া এ বছর বাংলাদেশে বিশেষ করে হবিগঞ্জ জেলার ভাটি এলাকা বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাইসহ সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায় উজান তথা ভারত থেকে নেমে আসা বানের পানিতে ব্যাপক ফসলহানিতে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় এসব এলাকাকে দূর্গত এলাকা ঘোষনা করে আগামী বোরো মৌসুম পর্যন্ত বিশেষ খাদ্য সহায়তা চালু রাখার দাবী জানানো হয়। সভায় বক্তারা বলেন, ভাটি তথা হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতির মাধ্যমে বাঁধ নির্মাণের মাধ্যমে বন্যা প্রতিরোধ ব্যবস্থার উপর নির্ভর না করে এলাকার নদনদী খাল খনক করে পাহাড়ী ঢলের পানি নিষ্কাশনের কার্যকরী ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।
সভায় হবিগঞ্জের মুরাদপুরের কৃতিসন্তান ফ্রান্স প্রবাসী আজিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com