স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকা থেকে সাংবাদিকের মোটর সাইকেল নিয়ে যাওয়ার চেষ্টাকালে এক যুবককে আটক করেছে পুলিশ। সে শহরের চিরাকান্দি বাগান বাড়ি এলাকার বাবুল রায়ের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিচ্ছুজ্জামান চৌধুরী রতন তার এক প্রতিনিধিকে বাসায় পৌছে দেয়ার জন্য রওয়ানা দেন। পতিমধ্যে পুরান মুন্সেফী এলাকায় পিন্টু তার মোটরসাইকেলের গতিরোধ করে অশোভন আচরণ করে। এক পর্যায়ে মোটরসাইকেলের চাবি নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পিন্টুকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, বিষয়টি সমাধান হয়ে যাওয়ায় শুক্রবার দুপুরে মুচলেকা রেখে পিন্টুকে তার পিতার জিম্মায় দেয়া হয়।