শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বাহুবলে ১৫০ নারী চা-শ্রমিককে নগদ অর্থ ও ব্যাগ প্রদান করলেন এমপি কেয়া

  • আপডেট টাইম রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ৪১৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ উন্নয়ন প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অবস্থিত বৃন্দাবন চা-বাগানে সুবিধাবঞ্চিত ১৫০ জন নারী চা-শ্রমিকের মাঝে ১ হাজার ৭৫০ টাকা ও একটি করে ব্যাগ বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শনিবার বিকেলে বাগান এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি এসব অনুদান বিতরণ করেন। দূর্গা পুজার পূর্বে এ অনুদান পেয়ে নারী শ্রমিকরা বর্তমান সরকার ও এমপি কেয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পর্যায়ক্রমে অন্যান্য শ্রমিকরাও এ সুবিধা ভোগ করবেন। ইতিপূর্বে এ উপজেলার ফয়জাবাদ চা-বাগানে একইভাবে সুবিধাবঞ্চিত ১৫০ নারী চা-শ্রমিকের মাঝে জনপ্রতি ১ হাজার ৭৫০ টাকা ও একটি করে ব্যাগ বিতরণ করেন এমপি কেয়া চৌধুরী।
নগদ অর্থ বিতরণকালে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রশিক্ষক আব্দুল মান্নান চৌধুরী, আওয়ামীলীগ নেতা হাজী সামছু মিয়া, পুটিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলে এলাহী লুলু, সাধারণ সম্পাদক শাহ জাকির হোসেন তুহেল, সহ-সভাপতি বাপ্পী আহমেদ, যুবলীগ নেতা ফয়ছল আহমেদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পারুল মিয়া, মেম্বার দিনেশ উরাং, বাহুবল মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড নেতা মোঃ শামীনূর রহমান, বাগানের জিএম আবুল ফয়েজ কুতুবী, ব্যবস্থাপক আমিনুর রহমান, মহিলা মেম্বার লাল বানু, বড় বাবু মোশাহিদ হেসেন, বাগান পঞ্চায়েত সভাপতি দিরেন গোয়ালা, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবতীসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী পরিবারের নেতৃবৃন্দরা, বাগান শ্রমিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, চা-শ্রমিকরা বাগানের প্রাণ। শ্রমিকদের শ্রমে উৎপাদন হচ্ছে চা-পাতা। এ পাতা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানী করে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এছাড়া মুক্তিযুদ্ধে চা-শ্রমিকদের অবদান রয়েছে। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শ্রমিকদের জীবনমান এগিয়ে নিতে বরাদ্দ দিয়েছেন। বরাদ্দ সাপেক্ষে আজ এ টাকা বিতরণ করলাম। প্রাপ্যরা এ অধিকার থেকে কেউ বাদ পড়বেন না। পর্যায়ক্রমে অন্যান্য শ্রমিকরাও এ সুবিধা পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com