শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

এ মাসেই অবসরে যাচ্ছেন হবিগঞ্জে অশোক মাধব রায় সহ দুই সচিব

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ৭৩৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রশাসনের প্রভাবশালী দুই সচিব এ মাসেই অবসরে যাচ্ছেন। তারা হলেন- নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন খালিদ। এরা দুই জনই প্রশাসনের প্রভাবশালী সচিব হিসাবে পরিচিত। এদের মধ্যে অশোক মাধব রায় আগামী ১৭ আগস্ট এবং হুমায়ুন খালিদ আগামী ৩১ আগস্ট অবসর উত্তর ছুটিতে যাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য সূত্রে এ তথ্য জানা গেছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হবিগঞ্জের কৃতিসন্তান অশোক মাধব রায় গত বছর ৩ ডিসেম্বর নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন। গত জুন মাসে তিনি সচিব পদে পদোন্নতি পান। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) পদে কর্মরত ছিলেন। তিনি প্রশাসনে অত্যান্ত নিষ্টার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। ১৯৫৭ সালে হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন অশোক মাধব রায়। পরে শায়েস্তাগঞ্জ হাই স্কুল হতে ১৯৭৩ সালে মাধ্যমিক এবং হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ হতে ১৯৭৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (অনার্স) ও পরে এমএসসি ডিগ্রী অর্জন করেন। অশোক মাধব রায় চাকরি জীবন শুরু করেন টাংগাইল জেলায় সহকারী কমিশনার হিসেবে। ১৯৯৫ হতে ২০০১ সাল পর্যন্ত দীর্ঘ ৬ (ছয়) বছর কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার পদে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি উপসচিব, ২০০৯ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব এবং ওই বছরই অর্থাৎ ২০০৯ সালে যুগ্মসচিব এবং ২০১২ সালে সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। অশোক মাধব রায় এক পুত্র সন্তানের জনক। বিসিএস ১৯৮২ নিয়মিত ব্যাচের কর্মকর্তা হুমায়ুন খালিদ গত বছর ২০ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যোগদান করেন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মারমা গ্রামে জন্ম নেয়া হুমায়ুন খালিদ শাহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯৭৩ সালে খাস শাহজানী এম এ করিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, টাঙ্গাইলের করটিয়ার সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে বিএসএস (সম্মান) ও এমএসএস পরীক্ষায় ১ম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবের দায়িত্ব পালনকালে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় এবং আইসিটি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর অতিরিক্ত সচিব পদমর্যাদায় বিআরডিবি ও বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী ঘোষিত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি অতিরিক্ত সচিবের পদমর্যাদায় সমবায় অধিদপ্তরের নিবন্ধক পদে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সচিবের দায়িত্বও পালন করেন। বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জনক। কন্যা ইশরাত ইথার ইতালী ক্যাথলিক ইউনিভার্সিটি হতে এমবিএ সম্পন্ন করেছেন। পুত্র অনন্ত বিয়াম কলেজে অধ্যয়নরত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com