শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জে ইউ’পি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
  • ৩৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ। উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু সাঈমের সঞ্চালনায় বক্তব্য দেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রশীদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমুখ।
একই দিনে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে বিজয়ী চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক সাবিনা আলম। শপথ বাক্য গ্রহণের পূর্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিকট থেকে সম্পদ বিবরণী গ্রহণ করা হয়।
শপথগ্রহণকারী চেয়ারম্যানগণ হলেন, ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সত্যজিত দাশ, ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের মো: আশিক মিয়া, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের বজলুর রশিদ, ৪নং দীঘলবাগ ইউনিয়নের আবু সাঈদ এওলা মিয়া, ৫নং আউশকান্দি ইউনিয়নের মুহিবুর রহমান হারুন, ৬নং কুর্শি ইউনিয়নের আলী আহমদ মুছা, ৭নং করগাঁও ইউনিয়নের ছাইম উদ্দিন, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের জাবেদুল আলম চৌধুরী সাজু, ৯নং বাউসা ইউনিয়নের আবু সিদ্দিক, ১০নং দেবপাড়া ইউনিয়নের এডভোকেট জাবেদ আলী, ১১নং গজনাইপুর ইউনিয়নের ইমদাদুর রহমান মুকুল, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের নজরুল ইসলাম ও ১৩নং পানিউমদা ইউনিয়নের ইজাজুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com