বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

নবীগঞ্জের ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন ২৮ মে ॥ ২ মে মনোনয়নপত্র দাখিল, ৪ ও ৫ মে বাছাই, ১২মে প্রার্থীতা প্রত্যাহার

  • আপডেট টাইম শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হচ্ছে। ঘোষিত তফসীল অনুযায়ী ২মে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ৪ ও ৫ মে বাছাই এবং ১২মে প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের জন্য ইউনিয়নগুলোকে ৫টি ভাগে করে আলাদা আলাদা ৫জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। ১ নং বড় ভাকৈর (পশ্চিম) ও ২ নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা মৎস্য অফিসার রাশেদুজ্জামানকে। ৩ নং ইনাতগঞ্জ, ৪ নং দীঘলবাক ও ৬ নং কুর্শি ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু সাঈম। ৫ নং আউশকান্দি, ৯ নং বাউসা ও ১০ নং দেবপাড়া ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিনকে। ৭ নং করগাওঁ ও ৮ নং নবীগঞ্জ সদর ইউনিয়নে দায়িত্ব পালন করবেন উপজেলা প্রকৌশলী মোঃ সৈয়দুর রহমান। ১১ নং গজনাইপুর, ১২নং কালিয়ারভাঙ্গা ও ১৩ নং পানিউন্দা ইউনিয়নে দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা মোঃ সামছুল আলমকে।
এদিকে নির্বাচনের তফসীল ঘোষনার সাথে সাথে নবীগঞ্জ উপজেলার সর্বত্র উৎসবের আমেজ শুরু হয়েছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা নির্ঘুম প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় এবং ছোট বড় হাট বাজারে প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জনপদ।
১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই নবীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৯শত ৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৬হাজার ৪শত ৫৩ জন এবং মহিলা ভোটার ১লাখ ১০হাজার ৫শত ১৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com