শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

ফলোআপ ঃ হবিগঞ্জ ইউপি নির্বাচন \ ৩১ মার্চ শুরু, ৪ জুন শেষ

  • আপডেট টাইম বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা ৭৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচানের তারিখ গতকাল প্রকাশিত হয়। কিন্তু ইসি নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করায় সংবাদটি পুনরায় আজ প্রকাশিত হলো।-
সারা দেশে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদে নির্বাচন দলীয় প্রতীকে বাধ্যতামুলক না হলেও সদস্য-সদস্যা নির্দলীয় মার্কায় অনুষ্ঠিত হচ্ছে। হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন চৌধুরী জানান, জেলার ৭৮টি ইউ.পি’র মধ্যে ২য় ধাপে ৩১ মার্চ আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউ.পি’র নির্বাচন দিয়ে শুরু হবে এবং শেষ হবে ৬ষ্ঠ ধাপে ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি সহ হবিগঞ্জ সদর উপজেলার ১১টি ইউ.পি, চুনারুঘাট উপজেলা ১০টি ইউ.পি ও বাহুবল উপজেলার ৭টি ইউ.পি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ৪ জুন। ৩য় ধাপে ২৩ এপ্রিল বানিয়াচং উপজেলার ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি ব্যতিত ১৪টি ইউ.পি নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪র্থ ধাপে লাখাই উপজেলার ৬টি ইউ.পি ও নবীগঞ্জ উপজেলার (১ থেকে ৬) ০৬টি ইউ.পি’র নির্বাচন হবে ৭ মে। ৫ম ধাপে মাধবপুর উপজেলার ১১টি ইউ.পি’র ও নবীগঞ্জ উপজেলার (৭ থেকে ১৩) ৭ টি ইউ.পি’র নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ২৮ মে। ৩য় ধাপে ২৩ এপ্রিল বানিয়াচঙ্গ উপজেলার ১৪টি ইউ.পিতে নির্বাচন অথচ একমাত্র ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পিতে ৬ষ্ঠ ধাপে ৪ জুন নির্বাচন। এ বিষয়ে একাধিক প্রশ্নোত্তরে নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ জানান, ২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে গুরুত্বপূর্ণ ওই ইউ.পিতে সম্পূর্ণ পাশ্চাত্য দেশের অনুকরনে গণতান্ত্রিক পদ্ধতিতে মডেল নির্বাচনের রেকর্ড কমিশনে রয়েছে। তখন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বদৌলতে দেশ বিদেশে সরকার ও নির্বাচন কমিশন এর ভাবমুর্তি উজ্জল হয়েছিল বলেই সবকিছু পর্যালোচনা করে বিশেষ বিবেচনায় ওই ইউ.পির নির্বাচনের দিনক্ষণ ধার্য্য করা হয়েছে বলে জানান ইসি। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে ৮ উপজেলার ৭৮ ইউ.পিতে নির্বাচনের সিডিউল বিষয়ে সুবিবেচনার জন্য স্থানীয় সরকার বিভাগ ও নির্বাচন কমিশনে স্মারকলিপি আকারে প্রতিবেদন দেওয়া হয়েছিল। প্রতিবেদনে ছাত্রদের পরীক্ষা ও কৃষকদের ধান কাটার মৌসুমে নির্বাচন না করার জন্য উলে­খ ছিল। তিনি এর অতিরিক্ত তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করে সরকার ও ইসিকে ধন্যবাদ দিয়ে বলেন, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com