শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

হামলা, মামলা ও মানুষ খুন করে নির্বাচন করা যাবে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ৩৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সরকারের প্রহসনের নির্বাচনের প্রতিবাদে ১৮ দলীয় জোটসহ সাধারণ মানুষের শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলনে বিনা উস্কানীতে পুলিশের নির্বিচারে গুলিবর্ষন, পাইকারি হারে আসামী করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে হবিগঞ্জে ১৮ দলীয় নেতাকর্মীদের বিরোদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে জেলা ১৮ দলের বিক্ষোভ মিছিলে জামায়াতের অংশ গ্রহণ।
জেলা সেক্রেটারী মাওঃ মুশাহীদ আলী ও জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগের নেতৃত্বে এক বিশাল মিছিল সহকারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উক্ত মিছিলে অংশ গ্রহন করে।
মিছিল শুরুর প্রাক্কালে পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য জেলা সেক্রেটারী মাওঃ মুশাহীদ আলী বলেন, সরকারের একগুয়েমী ও স্বৈরাচারী মনোভাবের কারণে সারাদেশে সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ, বিজিবি ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের নির্বিচারে গুলিবর্ষন ও চর্তুমুখী আক্রমনের ফলে যখন সারাদেশে চরম অশান্তি বিরাজ করছে তখন হবিগঞ্জে প্রশাসনের সহনশীল আচরণের কারণে এতদিন রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। সরকারের শেষ পর্যায়ে এসে জনগণের ট্যাক্সের টাকায় পালিত সরকারের পা-চাটা গুলাম কতিপয় অতিউৎসাহী পুলিশ ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে বিনা উস্কানীতে নির্বিচারে গুলি চালিয়ে বহু নেতা-কর্মীকে আহত করে উল্টো ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বিরোদ্ধে মামলা দায়ের হবিগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন হবিগঞ্জের পরিবেশকে অশান্ত করতে যে বা যারাই ভুমিকা রাখবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। অনতিবিলম্বে সংশ্লিষ্ট পুলিশদের হবিগঞ্জ থেকে প্রত্যাহার, এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে হবিগঞ্জের যে কোন পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে। গত পাঁচ বছরে জামায়াত-শিবিরসহ ১৮ দলীয় নেতা-কর্মীদের উপর পুলিশী নির্যাতন করে আন্দোলন দমন করতে পারেনি, এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে হামলা, মামলা ও মানুষ খুন করে বিরোধী দলের আন্দোলন দমন করে প্রহসনের নির্বাচন করা যাবে না। তিনি কারো উস্কানীতে ধৈর্য্যহারা না হয়ে শান্তিপূর্ণ ভাবে আগামীকালের অবরোধসহ সকল কর্মসূচীতে অংশ গ্রহনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com