শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ॥ পানিউমদা ইউপি বিএনপি’র সভাপতি গোলাম নবীকে আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৩৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ভরগাওঁ গ্রামে প্রতিপরে হামলায় একই পরিবারের ৯জন আহত ও স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ টাকা লুটের ঘটনায় পানিউম্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক মেম্বার গোলাম নবী তালুকদারকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত ৪ ফেব্র“য়ারী রোজ বুধবার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাওঁ গ্রামে পূর্ব বিরুধের জের ধরে একই পরিবারের ৯জনকে পিঠিয়ে গুরুত্বর আহত করে ও স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় গোলাম নবী ও তার লোকজন। পরে সাথে সাথে সেলিম মিয়া তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার ভরগাওঁ গ্রামের মোঃ সেলিম মিয়া তালুকদার জায়গা ক্রয় করার জন্য নবীগঞ্জ শাখা ইউসিবি ব্যাংক হইতে ২ লাখ টাকা উত্তোলন করে তার ভাই শামীম মিয়া তালুকদারকে সাথে নিয়ে ও পৌরসভার পূর্ব তিমিরপুর বাসা থেকে ভাই, স্ত্রী, সন্তানসহ তার নিজ বাড়ীতে যান। বাড়ীতে যাওয়ার সাথে সাথে তার উঠানে মোটর সাইকেল থেকে নামা মাত্র গোলাম নবীর নেতৃত্বে একদল লোক তার উপড়ে হামলা করে এবং উল্লেখিত টাকা ও মালামাল নিয়ে যায় এরই প্রেক্ষিতে মোঃ সেলিম মিয়া তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনার সত্যতা পেয়ে নবীগঞ্জ থানার এস আই আশেকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ৫ ফেব্র“য়ারী রোজ বৃহস্পতিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের মাধুরী রেস্টেুরেন্টের সামন থেকে গোলাম নবী তালুকদারকে আটক করে থানায় নিয়ে আসে নবীগঞ্জ থানা পুলিশ। পরে খবর পেয়ে পরদিন ০৬ ফেব্র“য়ারী শুক্রবার সকালে পানিউম্দা ইউপির চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ কাজল মিয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান সেফু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, মোঃ ফখরুল আহসান চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর এটি এম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, স্থানীয় ইউপি সদস্য আসমাউল হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল আলীম ইয়াসিনি, চুনু মাস্টার, ইউপি যুবদলের সভাপতি আক্তার মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে থানা থেকে তাদের জিম্মায় গোলাম নবী তালুকদারকে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com