বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

নবীগঞ্জে বুরহানপুর ট্রাষ্টের বৃত্তি প্রদান অনুষ্টানে এমপি বাবু ॥ জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে প্রবাসী দানশীলদের এগিয়ে আসতে হবে

  • আপডেট টাইম বুধবার, ১৪ জানুয়ারী, ২০১৫
  • ৪৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি প্রবাসী দানশীলদের এগিয়ে আসতে হবে। প্রবাসী খালেদ প্রবাসে থেকেও বুরহানপুর ট্রাষ্টের মাধ্যমে শিক্ষার উন্নয়নে বৃত্তি প্রদান করছেন যা এলাকায় শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রাখবে। তিনি বিজ্ঞান ও প্রযুক্তির যুগে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করে তুললে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর ট্রাষ্টের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বুরহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে লন্ডন প্রবাসী খালেদ আহমদের পৃষ্টপোষকতায় অনুষ্টিত বৃত্তি প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুল মতিন চৌধুরী। শিক্ষক আব্দুল আউয়ালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সাবেক যুগ্ম সম্পাদক রাকিল হোসেন, বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার ছুনু মিয়া, শামসুল ইসলাম, হান্নান মিয়া, আশরাফ আলী, হাবিবুর রহমান, সাংবাদিক মতিউর রহমান মুন্না  প্রমুখ। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী সোহেল আহমদ। ট্রাষ্টি সদস্য শোয়েব আহমদ ও মইনুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল রশিদ চৌধুরী। অনুষ্টানে অতিথিবৃন্দ ইউনিয়নের ৬ টি শিক্ষা প্রতিষ্টানের ৬০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ ও সনদ পত্র বিতরণ করেন।
সভায় অতিথিবৃন্দকে ট্রাষ্টের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com