শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় আবু জাহির এমপি ॥ প্রধানমন্ত্রীর মাধ্যমে হবিগঞ্জে আরো বৃহৎ উন্নয়ন করতে চাই

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভার ন্যায় গতকাল পইল ইউনিয়ন ও লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দীর্ঘ ১৪ বছর পর প্রধানমন্ত্রী হবিগঞ্জ আসছেন। প্রধানমন্ত্রীর জনসভা হবিগঞ্জের ইতিহাসে বৃহৎ জনসভায় রূপ নিবে। উক্ত জনসভাকে সফল করতে প্রত্যেক ওয়ার্ড থেকে শত শত লোককে সমবেত করতে হবে। তিনি বলেন, গত ৫ বছর হবিগঞ্জ সদর উপজেলার প্রত্যেক গ্রামে গ্রামে ব্যাপক উন্নয়ন করেছি। প্রধানমন্ত্রীর মাধ্যমে হবিগঞ্জে আরো বৃহৎ উন্নয়ন করতে চাই। এজন্য আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ব্যাপক সমাগম ঘটাতে হবে। উক্ত জনসভাকে জনসমূদ্রে পরিণত করতে হবে। তিনি গতকাল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা কটিয়াদি বাজারে বিকেল ৩টায় এবং ঐদিন সন্ধ্যায় পইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা পইল নতুন বাজারে অনুষ্ঠিত পৃথক দুটি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। পৃথক পৃথক বর্ধিত সভায় এমপি আবু জাহির এর সার্বিক উন্নয়নে অনুপ্রাণিত হয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বিভিন্ন দল থেকে শত শত নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুলে তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
লস্করপুর ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি হাজী নুরুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরোর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগ নেতা আফজাল আলী দুদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সেবুল আহমেদ।
সভায় বক্তব্য রাখেন, জাহেদুর রহমান জাহেদ, আব্দুল জলিল, মরম আলী মেম্বার, সাদেক মিয়া, আকবর আলী, আছির মিয়া, আব্দুল হাই, আজগর মেম্বার, হাজী তৈয়ব আলী, জসিম মোল্লা, হেলাল মেম্বার, ইমান আলী, কামাল মিয়া, সুজন, নোমান, শাহীন, তৈয়ব আলী, আছকির, পলাশ প্রমুখ। বর্ধিত সভায় সাবেক মেম্বার ফিরোজ আলী, আশরাফ আলী ও আজিজুর রহমান এর নেতৃত্বে জাতীয় পার্টি থেকে প্রায় ২শ নেতাকর্মী এবং আলফু মিয়া, সালেক মিয়া, ফরিদ মিয়া, ফজলু মিয়া, আব্বাস মিয়া ও নানু মিয়ার নেতৃত্বে বিএনপি থেকে প্রায় ২ শত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এসময় এমপি আবু জাহির যোগদানকারী নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
এদিকে গতকাল সন্ধ্যায় পইল নতুন বাজারে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী। সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের উল্লেখিত নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন কবির আহমেদ, জয়নাল আবেদীন, চন্দু মেম্বার, মর্তুজ আলী, নুর ইসলাম, এডভোকেট নুরুল আমিন চৌধুরী, রুহেল মিয়া, ফখরুল হামিদ, প্রসেনজিত দেব, সাজন, এনামুল হক বিপ্লব, শাহ আলম, নানু মল্লিক প্রমূখ।
বর্ধিতসভায় হাতিরথান চাঁনপুর ডেমেশ্বর থেকে শাহেদ আলী ও সালাম মিয়ার নেতৃত্বে প্রায় ৫০ জন নেতাকর্মী জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় এমপি আবু জাহির যোগদানকারীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এরপূর্বে এমপি আবু জাহির মাধবপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। গতকাল সকাল ১১টায় মাধবপুর উপজেলা হলরুমে আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com