শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জে হজ¦ মিশন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪
  • ৩৯৬ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে হজ¦ মিশন নিয়ে প্রতারণার অভিযোগে শহরের ফাতেহা ট্রাভেলস (লাইসেন্স নং ৭৭০) এর বিরুদ্ধে ধর্মমন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন ৯জন হজ¦ যাত্রী। অভিযোগের অনুলিপি হজ¦ ম্যানেজমেন্ট অফিস, মন্ত্রণালয়ের সচিব, হবিগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া হয়েছে। টাকা পয়সা দিয়েও হজ্ঝেব যেতে পারেননি এমনই একজন কাজী হাসান আলী জানান, উল্লেখিত সংখ্যক হজ¦যাত্রী বিধি মোতাবেক ট্রাভেলস এজেন্সীর নবীগঞ্জ শাখা অফিসের দায়িত্বরত আব্দুল হাদী ও কয়েস এর নিকট পাসপোর্টসহ রশিদের মাধ্যমে টাকা জমা দেন। হজ্জ অফিস থেকে সকলের মোবাইলে আইডি নং এবং মোয়াল্লিম নং ৮৪ দেয়া হয়। ট্রাভেলস প্যাডের তালিকার ভিত্তিতে সিভিল সার্জন অফিসে ভ্যাকসিন ঠিকা নেয়া হয়। ওই ট্রাভেলসের সিলেটস্থ হাজী ক্যাম্পে প্রশিক্ষণ সম্পন্ন করেন। যাত্রীরা হলেন, জুবায়ের আহমদ (আইডি নং-০৭৭০০৫১), আবদুল ওয়াদুদ (আইডি নং-০৭৭০০৫৫), মোঃ সিদ্দিক আলী (আইডি নং-০৭৭০০৫৪), মোঃ আবদুল হাদী (আইডি নং- ০৭৭০০৫৬), কাজী মাওলানা হাসান আলী (আইডি নং- ০৭৭০০১৫), রাজিয়া বেগম চৌধুরী (আইডি নং-০৭৭০০১৬), মোঃ আবু হানিফা (আইডি নং-০৭৭০০৫৯), মোছাঃ ছনোয়ারা বেগম (আইডি নং-০৭৭০০২৩), শেখ আবদুল হাই (আইডি নং-০৭৭০০৫০)। প্রশিক্ষণ শেষে হজ¦গমনের ফ্লাইট নিয়ে জালিয়াতির আশ্রয় নেয় অভিযুক্ত ট্রাভেলস। দু’জনযাত্রীর টাকা জমা না দেয়ার অভিযোগে হজ¦ যাত্রীদের নিয়ে ধু¤্রজাল তৈরীর অভিযোগ উঠে। ট্রাভেলস এজেন্সীর ওয়েবসাইটে ছবি জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত টাকা নিয়ে অন্যযাত্রীদের সুযোগ দেয়া হয়। হজ¦ গমণ থেকে উল্লেখিত যাত্রীরা বঞ্চিত হন। এছাড়াও জমাকৃত টাকা আত্মসাতের নিমিত্তে প্রতারণার কৌশল গ্রহণ করে ওই এজেন্সী। প্রতারক ওই ট্রাভেলস এজেন্সীর বিরুদ্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হজ্ব থেকে বঞ্চিতরা প্রত্যেকে ২লাখ ৭০ হাজার থেকে ২লাখ ৮০ হাজার টাকা করে দিয়েছেন বলে কাজী হাসান আলী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com