বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মাধবপুর উপজেলা চেয়ারম্যানের আহবানে আন্দোলন স্থগিত করলেন ১১ ইউপি চেয়ারম্যান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৩৭৮ বা পড়া হয়েছে

মাধবপুুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এফ.এ.এম শাহজাহানের আহ্বানে স্মারকলিপির ন্যায় সংগত দাবির প্রতি সমর্থন এবং ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামছুল বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার বিষয়ে আইনগত সহযোগিতা প্রদান করার আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত সকল ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদের সকল সভা বর্জনের সিদ্ধান্ত স্থগিত করে পরবর্তীতে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এস.এফ.এ.এম শাহজাহান ও আন্দোলনরত সকল ইউপি চেয়ারম্যানদের এক সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সৈয়দ মোঃ আলমগীর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক জানান, গত ১৩ আগস্ট ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম কামালের বিরুদ্ধে উপজেলা প্রকৌশলী আহমেদ তানজীর উল্লা ছিদ্দিকী জুমানের নির্দেশে কার্যসহকারী (সি.ও অতিরিক্ত) আবু নাঈম বাদী হয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করায় এবং প্রকৌশলীর বদলীসহ বিভাগীয় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সকল ইউপি চেয়ারম্যানগণ গত ১৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বরাবর স্মারক লিপি প্রদান করে উপজেলার সকল সভায় অংশ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেই। এবং বিগত আইন শৃংখলা বিষয়কসহ কোন সভায়ই আমরা অংশ গ্রহন করেনি। উপজেলা চেয়ারম্যান বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেন এবং উনার আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের কর্মসূচী স্থগিত করেছি। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com