শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নদী শাসন করে চরম উন্নতি লাভ করা সম্ভব

  • আপডেট টাইম রবিবার, ১০ আগস্ট, ২০১৪
  • ৩৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ও হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেছেন, বিশ্বের বহু দেশ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নদী শাসন করে চরম উন্নতি লাভ করেছে। অথচ আমাদের দেশে অনেক রকম আইন থাকলেও প্রভাবশালীরা আইনের ফাঁকফোকর দিয়ে নদীকে শাসন এবং পরিবেশের ক্ষতি করছে। যে সকল সংগঠন নদী ও পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানাতে হয়। এ জাতীয় কর্মসূচিতে গণসচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি খোয়াই নদী দখল ও দূষণমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। একজন নাগরিক হিসেবে আমাদের সবারই কিছু দায়িত্ব আছে। নিজ অবস্থান থেকে সে দায়িত্বটুকু পালন করলে দেশ, জাতি ও পরিবেশ উপকৃত হবে। তিনি বলেন, খোয়াই শুধু হবিগঞ্জের সম্পদ নয়। এটি বাংলাদেশের সম্পদ। নদী রক্ষা হলে এ দেশ সুন্দর হবে। সভ্যতার উন্নতি হবে। গতকাল শনিবার পুরোনো খোয়াই নদী দূষণমুক্ত ও সাঁতার উপযোগী করার দাবিতে আয়োজিত গণসাঁতার পূর্ব নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় খোয়াই রিভার ওয়াটারকিপারের উদ্যোগে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ গণসাঁতার অনুষ্ঠিত হয়। ওয়াটারকিপার সুইমাবোল ওয়াটার উইকেন্ড-২০১৪ উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন এলাকার ও নদী পারের বাসিন্দারা এতে অংশ নেন। এ উপলক্ষে পুরোনো খোয়াই নদীতে মঞ্চ তৈরি করে এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অংশগ্রহণ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, পুরোনো খোয়াই নদী রক্ষা কমিটি, প্রাকৃতজন, শখের ছবিয়া, রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জ, ইন্টারেক্ট ক্লাব অব হবিগঞ্জ, স্টুডেন্ট ফর ফ্রেন্ডশীপ সোসাইটি, ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাব, প্রথম আলো বন্ধুসভা, অন্তরঙ্গ সংসদ, আইডিয়াল ফ্রেন্ডস ক্লাব, হবিগঞ্জ ইনফো ডট কম, হবিগঞ্জ ম্যাথ সার্কেলসহ বিভিন্ন সংগঠন। খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করেন বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, বাপা জেলা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি তাহমনিা বেগম গিনি, নাট্য ব্যক্তিত্ব ড. মুকিদ চৌধুরী, আরডিসি এটিএম আজহারুল ইসলাম, প্রবাসী সৈয়দ জিয়াউল হাসান আসাদ, হাফিজুর রহমান নিয়ন, সৈয়দ এখলাছুর রহমান খোকন, আহসানুল হক সুজা, ডাঃ এসএস আল-আমিন সুমন, মোঃ মুজিবুর রহমান, ডাঃ প্রদীপ কুমার দাশ, হাবিবুর রহমান, আলাউদ্দিন আহমেদ, বাহাউদ্দিন সেলিম, কাজল বনিক, আব্দুর রকিব রনি, অপু চৌধুরী, সাইফুদ্দিন জাভেদ, সৈয়দ মুশফিক আহমেদ, হাসবি সাঈদ চৌধুরী, আশিষ দাশ, মাসুক আহমেদ, সীমান্ত দেব তুর্য, ইফতেখার আহমেদ ফাগুন, শাহ জালাল উদ্দিন জুয়েল, শেখ তানভির আহমেদ, আক্তারুজ্জামান তরফদার, শেখ উছমান গনি রুমি, আলিয়ান হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com