শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বিএনপির অঙ্গ সংগঠন ও পাড়া মহল্লাবাসীদের সাথে মেয়র প্রার্থী সেলিমের পরামর্শ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম দিনভর অঙ্গসংগঠন ও পাড়া মহল্লাবাসীদের সাথে মতবিনিময় ও পরামর্শ সভা করেছে। গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা মহিলা দলের সাথে তার বাসভবনে মতবিনিময় সভা করেছেন। এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেম ইয়াসমিন, তানিয়া আক্তার, নূর জাহান বেগম, আমিনা খাতুন, জোসনা বেগম, সামিনা বেগম, আইরিন বেগম, লাভলী আক্তার, বেলী বেগম, খাইরুন নেছা, পারভীন বেগম, আছমা বেগম, সনি বেগম, মিলন বেগম, রোজিনা আক্তার প্রমুখ। বিকেলে বিভিন্ন পাড়া মহল্লাবাসিদের সাথে মতবিনিময় সভা করেছেন। এসময় মেয়র প্রার্থী এনামুল হক সেলিম আগামী পৌরসভা নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল, আলমপনা চৌধুরী মাসুদ, মাকসুদুর রহমান উজ্জল, মহিবুল ইসলাম সোহেলসহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। রাতে শহরের মোহনপুরে বিশিষ্ট মুরুব্বি ও এলাকাবাসির সাথে মতবিনিময় সভা করেছেন মেয়র প্রার্থী মোঃ এনামুল হক সেলিম। সভায় বিশ্ষ্টি মুরুব্বি ইউনুছ আলী, গোলাম মওলাসহ এলাকার বিশিষ্ট মুরুব্বি ও যুবসমাজের লোকজন অংশ গ্রহন করেন।
সভায় মেয়র প্রার্থী এনামুল হক সেলিম আগামী ২৮ ফেব্রুয়ারী পৌরসভার নির্বাচনে গণতন্ত্র পুণরুদ্ধারে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান পাশাপাশি উপস্থিত সকলেই একজন সৎ, যোগ্য ও শিক্ষিত ভদ্র মেয়র প্রার্থী হিসেবে এনামুল হক সেলিমকে ধানের শীষে ভোট দেয়ার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com