শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

জেলা যুবলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এমপি আবু জাহির ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অবদান হবিগঞ্জবাসী ভুলতে পারবে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জবাসীকে যা দিয়েছেন, তা কেউ কোনদিন ভুলতে পারবে না। তাঁর নেতৃত্বে গেল প্রায় এক যুগে আমরা অবিশ্বাস্য উন্নয়ন করতে সক্ষম হয়েছি। কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অনেকের কাছেই অবিশ্বাস্য ছিল। যা আমরা পেয়ে গেছি। নিউফিল্ডের সেই ঐতিহাসিক দিনে হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আমার দাবিগুলোর সবক’টিই পূরণ করে দিয়েছেন তিনি। তাই আসুন কৃতজ্ঞতাস্বরূপ প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা তাঁর দীর্ঘায়ু কামনায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় শায়েস্তানগর বাজার পয়েন্টে হবিগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন যজ্ঞ চালিয়ে যাচ্ছেন, এভাবে চলতে থাকলে উন্নত বাংলাদেশের মর্যাদা সন্নিকটে। তবে একটি মহল উন্নয়ন কাজকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এমন লোকজন হবিগঞ্জেও রয়েছে। জনগণ সবসময়ই এদের অপচেষ্টা আর অপপ্রচারের জবাব দিয়ে থাকে।
এমপি আবু জাহির আরও বলেন, হবিগঞ্জের প্রতিটি এলাকায় যুবলীগ অত্যন্ত সুসংগঠিত। তাদের সাংগঠনিক তৎপরতরা অবশ্যই প্রসংশার দাবিদার। আগামী দিনেও এই সাংগঠনিক কার্যক্রমকে তরান্বিত রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন তিনি।
জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি সজল রায়, ফজলুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, শাহ আলম সিদ্দিকী, জাকারিয়া চৌধুরী, শাহরিয়া চৌধুরী সুমন, হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, জুয়েলুর রহমান জুয়েল, অ্যাডভোকেট আলী আফজল আপন, মাহবুবুর রহমান মোহন, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সজিব, বাহুবল উপজেলা যুবলীগের আহবায়ক সৈয়দ আব্দুল গাফফার মিলাদ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব আব্দুল হালিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে তাঁর জীবন ও কর্মের উপর একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com