স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুস শামীমের বিরুদ্ধে দীঘি সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
ইকরাম গ্রামের মৃত আব্দুর মন্নাফের পুত্র মোঃ কদ্দুস মিয়া গত ১ জুন জেলা প্রশাসকের নিকট দেয়া অভিযোগে বলেন, পুরাতন দীঘি সংস্কারের জন্য এলজিএফসি থেকে ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এলাকাবাসীর পক্ষ থেকে এর কাজের দায়িত্ব দেয়া হয় ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস শামীমকে। কিন্তু চেয়ারম্যান কোন কাজ না করে সমুদয় টাকা আত্মসাৎ করেন। সরকার এলাকাবাসীর সমস্যা সমাধানে বরাদ্দ প্রদান করলেও চেয়ারম্যান কোন কাজ না করে সমুদয় টাকা আত্মসাৎ করায় সমস্যার কোন সমাধান হয়নি। সুফল পায়নি জনগণ। বিষয়টি তদন্তপুর্ব ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের নিকট দাবী জানানো হয়।