শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জের আনোয়ারখালী খাল ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর নির্বাচন সম্পন্ন ইছমত সভাপতি, এনাম সম্পাদক

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জে উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে আনোয়ারখালী খাল ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী হাওয়ায় এলাকা সরগরম ছিল প্রার্থীদের প্রচারণায়। গতকাল মঙ্গলবার চৌধুরী বাজার প্রাঙ্গনে আনোয়ারখালী খাল ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে সকাল ৮ টা থেকে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৬৭৮ জন ভোটারের মধ্যে ৫২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় কোন ধরণের অপৃতিকর ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিদর্শনে করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, বাউসা ইউ/পি প্যানেল চেয়ারম্যান-১ মোঃ লোকমান উদ্দিন, উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি হাজী আব্দুল মুহিত দুলু, ইউপি সদস্য দীপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, ফিরোজ মিয়া, সাবেক মেম্বার শাহ্ মর্তুজ আলী। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় ইন্সপেক্টর মোঃ ইকবাল হোসেন, মাষ্টার আব্দুর রউফ ও প্রবীর মোহন ঘোষ। নির্বাচনে ১২ সদস্যের কমিটির বিপরীতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পুরুষ নির্বাহী সদস্য ৪ জন ও মহিলা নির্বাহী সদস্য ৪ জন করে ৮ জন বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইছমত আহমেদ (চেয়ার) প্রতীকে ৩৬০ পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্ধী চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মাতাব উদ্দিন (ছাতা) প্রতীকে পেয়েছেন ১৩৮ ভোট। সহ-সভাপতি পদে মোঃ আলেক মিয়া টিউবওয়েল প্রতীকে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মুফতি চৌধুরী (মই) প্রতীকে পেয়েছেন ২২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ লোকমান উদ্দিনের পুত্র মোঃ এনাম উদ্দিন (আনারস) প্রতীকে ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সোহাগ আহমেদ (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২৪৩ ভোট। কোষাধ্যক্ষ পদে চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ নুরুল মিয়া (সিলিং ফ্যান) প্রতীকে ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল হেকিম (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ১৮৮ ভোট। নির্বাহী পুরুষ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ রিপন মিয়া, চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর আহমেদ, মোঃ আবু সাইদ কৃশান ও মোঃ পারছু মিয়া। এছাড়াও মহিলা নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন খাদিজা আক্তার, সেলিনা আক্তার, রেবা বেগম ও সাইরুন নাহার শ্যামলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com