শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বানিয়াচং উপজেলায় শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হয়েছেন সাংবাদিক খোকন

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম খোকন আবারো বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার উপজেলার শ্রেষ্ট এসএমসি সভাপতি হিসেবে তার নাম ঘোষনা করেন। এর পূর্বে গত বৃহস্পতিবার সকাল ১১টায় ইউএনওর কার্যালয়ে উপজেলার এসএমসির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করতে বানিয়াচং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সভাপতিদের স্বাক্ষাতকার নেয়া হয়েছিল। গত বছরও সাংবাদিক এস এম খোকন প্রথমে বানিয়াচং ও পরে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি সুনামের সাথে বানিয়াচং উপজেলা সদরে অবস্থিত মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বিশ^াস ও অভিভাবকদের সাথে আলাপ করে জানা যায়, সাংবাদিক এস এম খোকন সভাপতি হওয়ার পূর্বে ওই বিদ্যালয়ের ফলাফল তেমন ভাল ছিলনা। এর প্রধান কারণ ছিলো বিদ্যালয়ে শিক্ষার্থী শতভাগ উপস্থিতি, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতনতার অভাব ছিল। ফলে সমাপনী পরিক্ষাসহ বাৎসরিক পরিক্ষায় ফলাফল বিপর্যয় ঘটত।
এস এম খোকন সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধে শ্রেণী ওয়ারী অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক, শিক্ষকদের সাথে মতবিনিময় ও প্রতিবছর বড় পরিসরে অভিভাবক ও মা-সমাবেশ করে শিক্ষার মান দ্রুত এগিয়ে এনেছেন।
এ ব্যাপারে শ্রেষ্ঠ সভাপতি এস এম খোকন বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের সার্বিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালোর দিকে। তিনি আরো বলেন, আমি বিদ্যালয়ের মানউন্নয়নে ঘুমিয়ে নয় জেগে থেকে স্বপ্ন দেখি। তাই আমার স্বপ্ন অনেকাংশেই পূরণ হয়েছে। এ কাজে যারা আমাকে সহযোগীতা করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল আলম, সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, অত্র বিদ্যালয়ের এসএমসি কমিটির সকল সদস্য, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com