শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

ঝাকজমকভাবে পালিত হলো ৫৫ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট টাইম সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৪৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঝাকজমকভাবে পালিত হলো বিজিবি ৫৫ ব্যাটালিয়নের প্রতিষ্টা বার্ষিকী।
গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে ধুলিয়াখালস্থ ৫৫ বিজিবি’র প্রধান কার্যালয় সংলগ্ন মাটস্থ মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন বিজিবি সরাইল রিজিওনের ডেপুটি রিজিওন কমান্ডার কর্ণেল আরেফীন তালুকদার পিএসসি-এলএসসি। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল জোবায়ের হাসনাত, হবিগঞ্জ ব্যাটালিয়নের কমান্ডার কর্ণেল জাহিদুর রশীদ পিএসসি, হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম), হবিগঞ্জ প্রেসকাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি আব্দুল হালিম, সময় টিভি’র জেলা প্রতিনিধি রাশেদ আহমেদ খান, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা। বিজিবি সূত্র জানায়, ২০১৩ সালের ৩ নভেম্বর তৎকালীন মহাপরিচালক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে “সীমান্তের অতন্দ্র প্রহরী” এ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে হবিগঞ্জ ব্যাটালিন (৫৫ বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের অধীনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। গত ৩১ জুলাই ব্যাটালিয়ন অস্থায়ী অবস্থান শ্রীমঙ্গল থেকে ব্যাটালিয়নের জন্য নিধারিত স্থান হবিগঞ্জ এ আগমন করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে সাংবাদিকসহ সকলের সহযোগিতায় এ ব্যাটালিয়ন হবিগঞ্জ জেলার মাধবপুর, চুনারুঘাট উপজেলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাসহ মোট ১২২.৫ কিলোমিটার এলাকায়য় সীমান্ত রক্ষা, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানকৃত মালামাল পাচার, অবৈধ অস্ত্র পাচার, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তব্য বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ দেশমার্তৃকার সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে সক্ষম হয়েছে। এ ব্যাটালিয়ন ৬টি বিওপি নিয়ে যাত্রা শুরু করে বর্তশানে ১৫টি বিওপি’র মাধ্যমে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ব্যাটালিয়নের বাল্লা সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কম চোরাচালান হওয়া সত্ত্বেও ব্যাটালিয়নের সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নভেম্বর ২০১৮ থেকে অক্টোর ২০১৯ পর্যন্ত প্রায় ১ কোটি ৯৫ হাজার ৭৭৪ টাকার বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে। নবগঠিত এ ব্যাটালিয়নের বহুবিধ সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও সকলের আন্তরিকতার, দায়িত্ববোধ, অক্লান্ত প্রচেষ্টা ও সর্বোপরি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমনে কার্যকর ভূমিকা এবং বিভিন্ন সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সাহকিতার ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com