নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম জাহিদুল আমিন (১৭)। তিনি নবীগঞ্জ শহরতলীর রাজাবাদ গ্রামের নুরুল মিয়ার পুত্র। গত শনিবার বিকেলে একই গ্রামের ডাক্তার জাফর ইকবাল রতনের বাড়ীতে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে নারিকেল পাড়ার জন্য রাজাবাদ গ্রামের ডাক্তার জাফর ইকবাল রতনের নারিকেল গাছে উঠে জাহিদুল আমিন। এক পর্যায়ে আসাবধানতা বশত: পা ফসকে জাহিদুল গাছ থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার আবস্থার অবনতি থেকে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।