বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

আজিমরীগঞ্জের উপ-নির্বাচন ॥ বিএনপি নেতারা বিএনপি প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী এডঃ সাইদুল আমীন চৌধুরী শিরুল অভিযোগ করেছেন বিএনপি নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে কেই আওয়ামীলীগ আবার কেউ আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। এভাবে দলীয় প্রার্থী ছেড়ে প্রতিপক্ষের প্রার্থীর পক্ষে কাজ করার প্রভাব পড়বে আগামী জাতীয় নির্বাচনে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, দলীয় নেতৃবৃন্দকে বার বার অনুরোধ করেও একটি দলীয় সভা করাতে পারিনি। উপজেলা বিএনপি আহবায়ক গোলাম ফারুক ও পৌর বিএনপির আহবায়ক ফজলু মিয়ার নেতৃত্বে দলের একটি বড় অংশ চলে গেছে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এবং বিএনপি নেতা হাজী একরাম হোসেন সওদাগর এর নেতৃত্বে একটি অংশ চলে গেছে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে। অনেক চেষ্টা করেও তাদেরকে দলীয় প্রার্থীর পক্ষে আনতে না পেরে সমস্ত দায়ভার নিজ কাধে নিয়ে এই সংবাদ সম্মেলন করেছি। তবে যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং শ্রমিকদলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ তার সাথে আছেন। নির্বাচনে ভাল ফলাফল অর্জনেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দলীয় প্রতীক ধানের শীষের মর্যাদা রক্ষার্থে বিএনপি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ মিডিয়ার মাধ্যমে কামনা করেন তিনি।
দলের জেলা ও কেন্দ্রকে বিষয়টি জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদেরকে ব্ষিয়টি অবহিত করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি মাসুক পারভেজ, সাধারণ সম্পাদক খালেদুর রশিদ ঝলক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং কাকাইলছেও ইউনিয়ন বিএনপির আহবায়ক মহফিল মিয়া।
অভিযোগের ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গোলাম ফারুক জানান, তিনি শুনেছেন সংবাদ সম্মেলনের কথা। এই সংবাদ সম্মেলন একটি সাজানো নাটক। আমরাই তাকে দলীয় মনোনয়ন দিতে সুপারিশ করেছিলাম। কিন্তু দলীয় প্রার্থী হিসেবে কিভাবে কর্মীদেরকে ম্যানেজ করতে হয় তা তার জানা নেই। দলের সভা আয়োজনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন আচরন বিধি অনুযায়ী ৫ জুলাইর পূর্বে কোন সভা করার নিয়ম ছিল না। পরে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা, সাখাওয়াত হাসান জীবনের উপস্থিতিতে জলসুখা ইউনিয়নে ৯ জুলাই সভা আহবান করা হয়েছিল। সভার পূর্বে প্রার্থী শিরুল জানান- তিনি নির্বাচনে অংশ নিবে কিনা ভাইকে বলে সেই সিদ্ধান্ত নিবেন। তার কথায় সভা স্থগিত করা হয়। এর পর থেকে সে আর কোন যোগাযোগ করেনি। এমনকি আওয়ামীলীগও বলতে থাকে সে নির্বাচন করবে কিনা। একটি চক্রের ইন্দনে আমাকে বিতর্কিত করতে সে এই নাটক সাজাচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন জানান, সংবাদ সম্মেলনের কথা শুনেছি। কিন্তু সংবাদ সম্মেলন করবে বলে আমাকে কিছু জানায় নি। তার অভিযোগ সম্পর্কে খোজ খবর নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com