স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত থেকে ৮ লাখ টাকা মূল্যের ১৪৫ পিছ ভারতীয় বেনারসি শাড়ি চাপারকালে আটক করেছে বিজিবি। গতকাল সকালে মনতলা সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি এ পরিমাণ শাড়ি আটক করে। তবে কোর পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
মনতলা ৫৫ বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক আকরাম হোসেন জানান, পাচারকারীরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি পাচার করছিল। এ খবর পেয়ে ক্যাম্পের সুবেদার রাব্বানীর নেতৃত্বে একদল বিজিবি সকাল ৯টায় চোরাকারবারীকে ধাওয়া করে। এ সময় তারা ১৪৫ পিছ শাড়ি আটক করে। তবে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।