স্টাফ রিপোর্টার ॥ ক্রিকেট বোর্ডের অধীনে ইয়াং টাইগার অনুর্ধ ১৬ ক্রিকেট টুর্ণামেন্টে অংশ গ্রহণ করতে গতকাল বিকেলে মৌলভীবাজার যাত্রা করেছে হবিগঞ্জ জেলা দল। আজ তারা মৌলভীবাজার জেলা দলের মুখোমুখি হবে। হবিগঞ্জ জেলা দলের মৌলভীবাজার যাত্রা উপলক্ষে গতকাল বিকেলে জেলা ক্রীড়া সংস্থায় ক্রিকেট কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রিকেট কমিটির সহ-সভাপতি জিয়াউর হাসান তরফদার মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, ক্রিকেট কমিটির সাধারন সম্পাদক মো. আমিনুর রশীদ এমরান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য ও দলের স্পন্সর শড়খ শুভ্র রায়, সদস্য অ্যাডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, আবুল কালাম, দলের ম্যানেজার ইব্রাহিম খলিল সোহেল, সাধারন পরিষদের সদস্য তৌফিক আহমেদ, আম্পায়ার এসোসিয়েশনের সহ-সভাপতি আসাদুজ্জামান ও দলের অধিনায়ক সাঈদ। পরে জেলা ক্রীড়া সংস্থার সদস্য শড়খ শুভ্র রায় এর সৌজন্যে প্রদত্ত জার্সি খেলোয়াড়দের মাঝে বিতরণ করা হয়।
জেলা দলের খেলোয়াড়রা হলেন, সাঈদ অধিনায়ক, মিঠু, সায়মন, রাজিব, পলক, সমিরন, সোহাগ, রাশেদ, অর্পন, জুমেল, ফরহাদ,রিপাত, অরনব ও সাব্বির। কোচ মঈনুদ্দিন তালকদার সাচ্চুু এবং ম্যানেজার ইব্রাহিম খলিল সোহেল।