শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বাস চাপায় ২ পথচারী নিহত শতাধিক পরিবারের ৫৫ একর ভূমি লীজ নিয়ে বিরোধ ॥ সাতাইহাল পূর্বপাড়া সমিতি ও শ্রীমঙ্গল টি স্টেটের লোকজনের মধ্যে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ১২ বছর ॥ ইলিয়াস আলীর জন্য দোয়া চাইলেন তাহসিনা রুশদীর লুনা নবীগঞ্জে লটারির মাধ্যমে হারভেস্টার মেশিন বিতরণের তালিকা নির্ধারণ চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতা গ্রেপ্তার বৈশাখী ঝড়ে লন্ডভন্ড জেলা ॥ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ বৃন্দাবন কলেজের শিক্ষকের বাসায় চুরি ॥ মালসহ আটক ২ বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি

বানিয়াচঙ্গে এবার দারোগার মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০১৩
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানার এক দারোগার মোটর সাইকেল চুরি হয়েছে। গত শনিবার রাত ১২টার দিকে বানিয়াচং থানার এএসআই আব্দুল মজিদ ডিউটি শেষে থানার সংরক্ষিত গ্যারেজে কুমিল্লা-হ-১১-৪১৪৫ ডিসকভার ১২৫সিসি মোটর সাইকেলটি রেখে যান। গতকাল সকাল ৮টার দিকে এসে দেখেন তার মোটর সাইকেলটি গ্যারেজে নেই। এর পরপরই এএসআই মজিদ চুরিকৃত মোটর সাইকেলটির খোঁজে বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়ে এ রিপোর্ট লিখা পর্যন্ত গতকাল রাত ৯ টা অবধি এর কোন সন্ধান পাননি। উল্লেখ্য, ইতিপূর্বে হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মখলিছ মিয়ার ১২৫ সিসির একটি গ্ল্যামার মোটর সাইকেল কামাল খানীস্থ নিজ ঘরের গ্রীল কেটে একটি সংঘবদ্ধ চোরচক্র নিয়ে যায়। এ নিয়ে বানিয়াচং থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল। কিন্তু অদ্যাবধি চুরিকৃত এ মোটর সাইকেলটির কোন সন্ধান পাওয়া যায়নি। এর পরপরই বড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সবেক কৃতি ফুটবলার এহিয়া’র একটি ডিসকভার মোটর সাইকেল একই কায়দা গ্রীল কেটে ঘরেরে বারান্দা থেকে নিয়ে যায়। সাংবাদিক মখলিছ মিয়ার মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পর বানিয়াচং সদরেই এ পর্যন্ত ১৫/১৬টি মোটর সাইকেল চুরি হয়েছে। এ পর্যন্ত  চুরিকৃত কোন একটি মোটর সাইকেলের সন্ধান করতে পারেনি থানা পুলিশ। এ দিকে গতকাল দিনভর বানিয়াচংসহ সর্বত্র লোকমুখে একেই আলোচনা পূর্বের চুরি হওয়া মোটর সাইকেলগুলোর সন্ধানে পুলিশ জোরালো এ্যাকশন নিলে এ সব ঘটনার অনেক ক্লু পাওয়া সম্ভব হতো এবং এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। বানিয়াচং থানার ভিতর থেকে দারোগার মোটর সাইকেল চুরি হওয়ায় আবারও মোটর সাইকেল মালিকসহ জনমনে আতংকের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যক্তি জানান, ইতিপূর্বে থানা পুলিশ এক মোটরসাইকেল চোরেক আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু জনৈক ক্ষতমাধর ব্যক্তির চাপে তাকে ছাড়তে বাধ্য হয় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com