রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

বানিয়াচঙ্গে এবার দারোগার মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০১৩
  • ৭০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানার এক দারোগার মোটর সাইকেল চুরি হয়েছে। গত শনিবার রাত ১২টার দিকে বানিয়াচং থানার এএসআই আব্দুল মজিদ ডিউটি শেষে থানার সংরক্ষিত গ্যারেজে কুমিল্লা-হ-১১-৪১৪৫ ডিসকভার ১২৫সিসি মোটর সাইকেলটি রেখে যান। গতকাল সকাল ৮টার দিকে এসে দেখেন তার মোটর সাইকেলটি গ্যারেজে নেই। এর পরপরই এএসআই মজিদ চুরিকৃত মোটর সাইকেলটির খোঁজে বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়ে এ রিপোর্ট লিখা পর্যন্ত গতকাল রাত ৯ টা অবধি এর কোন সন্ধান পাননি। উল্লেখ্য, ইতিপূর্বে হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মখলিছ মিয়ার ১২৫ সিসির একটি গ্ল্যামার মোটর সাইকেল কামাল খানীস্থ নিজ ঘরের গ্রীল কেটে একটি সংঘবদ্ধ চোরচক্র নিয়ে যায়। এ নিয়ে বানিয়াচং থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল। কিন্তু অদ্যাবধি চুরিকৃত এ মোটর সাইকেলটির কোন সন্ধান পাওয়া যায়নি। এর পরপরই বড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সবেক কৃতি ফুটবলার এহিয়া’র একটি ডিসকভার মোটর সাইকেল একই কায়দা গ্রীল কেটে ঘরেরে বারান্দা থেকে নিয়ে যায়। সাংবাদিক মখলিছ মিয়ার মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পর বানিয়াচং সদরেই এ পর্যন্ত ১৫/১৬টি মোটর সাইকেল চুরি হয়েছে। এ পর্যন্ত  চুরিকৃত কোন একটি মোটর সাইকেলের সন্ধান করতে পারেনি থানা পুলিশ। এ দিকে গতকাল দিনভর বানিয়াচংসহ সর্বত্র লোকমুখে একেই আলোচনা পূর্বের চুরি হওয়া মোটর সাইকেলগুলোর সন্ধানে পুলিশ জোরালো এ্যাকশন নিলে এ সব ঘটনার অনেক ক্লু পাওয়া সম্ভব হতো এবং এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। বানিয়াচং থানার ভিতর থেকে দারোগার মোটর সাইকেল চুরি হওয়ায় আবারও মোটর সাইকেল মালিকসহ জনমনে আতংকের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যক্তি জানান, ইতিপূর্বে থানা পুলিশ এক মোটরসাইকেল চোরেক আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু জনৈক ক্ষতমাধর ব্যক্তির চাপে তাকে ছাড়তে বাধ্য হয় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com