শনিবার, ২৪ মে ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ধরপাকড় ২৫৫ বাংলাদেশি আটক

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪
  • ৪৮৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দ্বিতীয় দফা অভিযানের প্রথম রাতেই ২৫৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এদিন দেড় হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, নিবন্ধিতদের বৈধ হতে বেধে দেয়া তিন মাস সময় শেষ হওয়ার পর সোমবার মধ্যরাত থেকে রাজধানী কুয়ালালামপুরসহ পুরো মালয়েশিয়াজুড়ে এ অভিযান শুরু হয়। দেশটির অভিবাসন বিভাগ, পুলিশ ও পিপলস ভলান্টিয়ার কর্পসের (রেলা) প্রায় ১০ হাজার সদস্য এ অভিযানে অংশ নিচ্ছেন।’ আটক ব্যক্তিদের মধ্যে ২৫৫ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৬৯৫ জন ও মিয়ানমারের ১৫৭ জন রয়েছে। বাকিরা কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, চীন, নাইজেরিয়া ও থাইল্যান্ডের নাগরিক। বারনামার খবরে বলা হয়, সারাদেশে মোট একশ’ সাতটি স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট এক হাজার ৫৬৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক বিদেশিদের তথ্য এরই মধ্যে বায়োমেট্রিক তথ্য ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে তারা আর কখনো মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে। স্বরাষ্ট্রমন্ত্রী হামিদী বলেন, ‘যাদের আটক করা হয়েছে তাদের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট চাকরিদাতা প্রতিষ্ঠান বা যার যার দেশের দূতাবাসের মাধ্যমে ফেরত পাঠানো হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com