বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

সিলেটে ডাকাতি করতে গিয়ে হবিগঞ্জের ৪ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬
  • ৬১৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ সিলেটে ডাকাতি করতে গিয়ে জনতা-পুলিশের হাতে আটক হয়েছে ৭ আন্তজেলা ডাকাত। এদের মধ্যে হবিগঞ্জের রয়েছে ৪ ডাকাত। তাদের নিকট থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সিলেট শাহপরান থানা পুলিশ। আজ সোমবার ভোররাতে সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামে এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃতরা হচ্ছে- হবিগঞ্জের রামনগরের আব্বাস (৩৫), দরিয়াপুরের কুদরত আলী (৩৫), লাখাই উপজেলার সালদিঘির বাবলু (২০) ও একই এলাকার সুমন মিয়া (২৮)। এছাড়া সিলেট শহরতলীর ইসলামপুরস্থ কলোনীর মোঃ খায়রুল (৩৭), সুনামগঞ্জের নতুনগুটিগাঁও এলাকার মোঃ শাহআলম (২১), ভৈরবের পশ্চিমখানা খালনীপুর এলাকার শাহ আলম (২০)।
এসএমপি’র শাহপরান (রহ.) থানার ওসি শাহজালাল মুন্সি ডাকাত সদস্যদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শাহপরান থানাসহ সিলেট মহানগর ও জেলার বিভিন্ন থানা এবং হবিগঞ্জ জেলার থানাগুলোতে তাদের বিরুদ্ধে ৮ থেকে ১০টি করে মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডাকাত সদস্যরা পুলিশকে জানিয়েছে, সিলেটের বাইরে থেকে গাড়িযোগে সিলেটে আসার পর স্থানীয় দু’একজনের সহযোগিতায় ডাকাতি সংঘটিত করতো। কাজ শেষ হলেই তারা আবার ফিরে যেতো।
আটক ডাকাতদের মধ্যে সিলেট শহরের একজন, সুনামগঞ্জের একজন ও হবিগঞ্জ-ভৈরবের পাঁচজন রয়েছে বলে জানান ওসি।
সিলেটের বাইরে থেকে আসা ডাকাতদের সহজে চিনতেও পারত না আক্রান্ত লোকজন।
থানা সূত্র আরো জানিয়েছে, সিলেটের বিভিন্ন এলাকায় সম্প্রতি সংঘটিত হওয়া ডাকাতির ঘটনায় আক্রান্ত পরিবারগুলো থানায় গিয়ে ডাকাতদের চিহ্নিত করেছে।
সিলেটের কল্ল গ্রামের লোকজন জানায়-ডাকাতির বিষয়টি আচ করতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাহপরান (রহ.) থানা পুলিশের ৪টি টিম তাদেরকে ঘেরাও করে বিএডিসি এলাকা থেকে গাড়িসহ আটক করতে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com